রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

সাম্রাজ্য বিস্তার

সুলতান  সোলায়মানের সময় কার্থেজ, মেমফিস, টাইর, নিনেভা, ব্যাবিলন এবং পালমায়রার কীর্তিবহুল শহরগুলো তুর্কিদের পদানত ছিল; আলেকজান্দ্রিয়া, জেরুজালেম, স্নার্না, দামেস্ক, নিস, ব্রুসা, এথেন্স এবং আদ্রিয়ানোপল ছাড়াও অপেক্ষাকৃত পরবর্তী নগরীসমূহ আলজিয়ার্স আজ্ঞাবহ ছিল। এমনকি তুর্কি, অর্ধচন্দ্রিমা আটলাস এবং ককেশাস পর্বতমালাও স্পর্শ করে।’ ওসমান কর্তৃক প্রতিষ্ঠিত অটমান সাম্রাজ্য সোলায়মানের গৌরবমণ্ডিত রাজত্বকালে ইউরো, এশিয়া ও আফ্রিকা মহাদেশে বিশাল আকার ধারণ করে। এভারসলে বলেন, ‘সোলায়মান যুদ্ধাভিযানে প্রায় ক্ষেত্রেই সাফল্য অর্জন করেন।’ কিন্তু রাষ্ট্র নির্মাতা হিসেবেও তিনি সমধিক খ্যাতি অর্জন করেন। তিনি একজন অভিজ্ঞ প্রশাসক ছিলেন এবং প্রশাসন ব্যবস্থার সুষ্ঠু বিন্যাস সম্ভবপর এরূপ আয়তনবিশিষ্ট সাম্রাজ্য তিনি সম্প্রসারণ দ্বারা প্রতিষ্ঠিত করেন।

জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর