মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

বাহলুল লোদি

আফগান আমির একদা বাহলুল লোদির সঙ্গে সমাসনে উপবেশন করতে অভ্যস্ত ছিলেন। তাদের কাছে এ ব্যবস্থা অপমানজনক বোধ হলো। সুলতানের ব্যবহার ও কঠোর রীতিনীতি আফগান আমিরদের বিরক্ত করে তুলল। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ইবরাহিম লোদির ব্যবহারে বিরক্ত হয়ে কাবুলের আমির বাবরকে ভারত আক্রমণ ও ইবরাহিম লোদিকে উচ্ছেদ করার জন্য আমন্ত্রণ জানালেন। অন্যদিকে ইবরাহিম লোদির পিতৃব্য আলম খান ইবরাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির সিংহাসন অধিকার করবেন— এ আশায় বাবরের সাহায্য প্রার্থনা করলেন। রাজপুতনার মেবারের রানা সংগ্রামসিংহ মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের সুযোগে ভারতে হিন্দুরাজ্য স্থাপনের আশায় বাবরের ভারত আক্রমণের বিরোধিতা করেননি; বরং তিনিও সাহায্যের হাত প্রসারিত করেছিলেন। ভারতের প্রতি বাবরেরও লুব্ধ দৃষ্টি ছিল। কাজেই দৌলত খান লোদি ও আলম খানের আমন্ত্রণে তিনি সানন্দচিত্তে সাড়া দিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর