শিরোনাম
শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সাইবার অপরাধ

অপরাধীরা যেন পার না পায়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারের দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। এ ব্যাপারে ঢাকার অবস্থান এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। ঢাকা এবং সন্নিকটের দুই কোটি ২০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে। এক্ষেত্রে প্রথম স্থানে মেক্সিকো সিটি। এ শহর ও ধারেকাছের এক কোটি ৭০ লাখ লোক ফেসবুকের অ্যাকাউন্টধারী। ফেসবুকের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক সুখবর। আজকের যুগে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকা জাতীয় অগ্রগতির অনুষঙ্গ বলে বিবেচিত হয়। ফেসবুক ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি প্রমাণ করছে ১৬ কোটি মানুষের এই জাতি তথ্য-প্রযুক্তিতে ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে উঠছে। এ সুখবরের পাশাপাশি দুঃসংবাদ হলো ফেসবুককেন্দ্রিক সাইবার অপরাধও মাথাচাড়া দিয়ে উঠছে দ্রুতগতিতে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি মেয়েদের পাঁচটি হলের প্রায় ২১০০ ছাত্রীর মধ্যে জরিপ চালিয়ে যে তথ্য উদঘাটন করেছে তা আঁতকে ওঠার মতো। এতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী নারীদের মধ্যে ৭৭ শতাংশই ফেসবুককেন্দ্রিক সাইবার অপরাধের শিকার। পাসওয়ার্ড হ্যাকিংয়ের শিকার ১২ শতাংশ নারী। ইন্টারনেট ব্যবহারকারী নারীদের মধ্যে ৪ শতাংশ ই-মেইল ও এসএমএসে হুমকির সম্মুখীন হন। সাইবার পর্নোগ্রাফির শিকার হন ২ শতাংশ নারী এবং ৫ শতাংশ আইডেন্টিটি থেফটের শিকার। সম্প্রতি এক কর্মশালায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী মানুষের পাঁচটি মৌলিক চাহিদার পর ইন্টারনেট ব্যবহারকে ষষ্ঠ অধিকার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ইন্টারনেট ব্যবহারে নিজের প্রয়োজনেই সতর্ক থাকতে হবে। পানি পানের সময় যেমন ফুটিয়ে পান করতে হয় তেমন ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি এড়াতেও সতর্ক থাকতে হবে। এন্টি ভাইরাস ব্যবহার, সিস্টেম আপডেট, শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া, ডাউনলোডের আগে অ্যাপস ভেরিফাই করা ইত্যাদি ব্যাপারে সতর্ক থাকতে হবে।  সন্দেহ নেই, দুনিয়ার সব দেশে সাইবার অপরাধ বাড়ছে, বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। এ ধরনের অপরাধে যারা জড়িত তাদের ছাই দিয়ে ধরারও উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর