বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হুমকির মুখে জিএসপি সুবিধা

ইইউর আস্থা অর্জনের উদ্যোগ নিন

যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়নেও বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা হুমকির মুখে পড়েছে। গত ফেব্রুয়ারিতে সাভার ও আশুলিয়ায় ঘটে যাওয়া শ্রমিক অসন্তোষ সামলাতে সরকার সঠিক পদ্ধতি অনুসরণ করেনি এই অভিযোগে তারা বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা বহাল রাখার বিষয়ে শর্তারোপ করতে চাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় সাসটেইনেবল কমপ্যাক্ট বৈঠকে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি চাইবে। এ বৈঠকে শ্রম ইস্যু ও মানবাধিকার প্রশ্নেও তারা কথা বলবে। বাংলাদেশের জবাবে সন্তুষ্ট না হলে তারা জুনেই বাংলাদেশে একটি অনুসন্ধানী দল পাঠাবে। এই প্রতিনিধি দল শ্রম ইস্যু ও মানবাধিকার প্রশ্ন পর্যালোচনা করে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখা হবে, না প্রত্যাহার করা হবে— সে সম্পর্কে সুপারিশ করবে। ইতিমধ্যে ব্রাসেলসের বাংলাদেশ মিশনে পাঠানো চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য তারা যেসব পরামর্শ দিয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা তা দেখতে আগামী জুনে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। প্রতিনিধি দল তাদের প্রতিবেদনে নেতিবাচক মন্তব্য করলে সে ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া জিএসপি সুবিধা স্থগিত করা হতে পারে। স্মর্তব্য, সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ সামলাতে সরকারের ভূমিকাকে ইউরোপীয় ইউনিয়ন অগ্রহণযোগ্য বলে মনে করছে। শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চড়াও হওয়ার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ায় তা তৈরি পোশাক খাতের ভাবমূর্তির জন্য বিড়ম্বনা ডেকে এনেছে। ফেব্রুয়ারির শ্রমিক অসন্তোষ সামাল দিতে মালিকপক্ষ শুধু বাড়াবাড়ি নয়, এ খবর প্রকাশের দায়ে সাংবাদিকদের বিরুদ্ধেও প্রতিহিংসাপরায়ণতার আশ্রয় নেয়। আমরা আশা করব, জিএসপি সুবিধা টিকিয়ে রাখতে তৈরি পোশাক খাতে গঠনমূলক ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বশেষ খবর