সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

অ্যালার্জি

ধুলাবালি, ফুলের রেণু, নির্দিষ্ট কিছু খাবার ও ওষুধ মানুষের শরীরে প্রদাহজনিত যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সাধারণভাবে তাকেই আমরা অ্যালার্জি বলে জানি। অ্যালার্জি শব্দটা নামক দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি, সম্মিলিতভাবে যার অর্থ দাঁড়ায় পরিবর্তিত প্রতিক্রিয়া। কিছু অ্যালার্জেন (যা অ্যালার্জি তৈরি করে) এর নাম— মাইট (এমন কিছু যা পুরনো কাপড়ে জন্মায়) সিগারেটের ধোঁয়া, কুকুর, বিড়ালের পশম, প্রস্রাব ও লালা ভাইরাস ও ব্যাকটেরিয়া- ফুলের রেণু- বিশেষ কোনো খাবার- ঘরের ধুলাবালি- হরমোন ইনজেকশন- তুলা বা পাটের আঁশ- চুলের কলপ- পোকা মাকড়ের হুল- রং- স্যাঁতসেঁতে কার্পেট- স্বভাব ইত্যাদি। তবে এসবে সবারই যে অ্যালার্জি হবে তা কিন্তু নয়। কিছু কিছু জিনিসে কারও কারও অ্যালার্জি হতে পারে।     ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর