রবিবার, ৭ মে, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসা নৈরাজ্য

সুনাম ফিরিয়ে আনার উদ্যোগ নিন

ডাক্তার শব্দটির সঙ্গে সমীহ জাগানো অনুভূতি থাকলেও ডাকাত শব্দটি ভীতিকর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানবসেবার অঙ্গীকারবদ্ধ চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত একশ্রেণির লোভী মানুষের জন্য কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার ও ডাকাত সমার্থক শব্দে পরিণত হচ্ছে। গুটিকয়েক পেশাজীবীর কারণে চিকিৎসা পেশার সুনাম বিড়ম্বনার মুখে পড়ছে। সেবা নয় রোগী বা তাদের অভিভাবকদের পকেট কাটা এসব লোভী মানুষের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে একশ্রেণির অতি লোভী চিকিৎসকের কর্মকাণ্ডের যে চিত্র তুলে ধরা হয়েছে তা এ পেশার সুনামের সঙ্গে যে সংগতিপূর্ণ নয় তা অনস্বীকার্য। এতে বলা হয়, ডায়াগনস্টিক পরীক্ষায় রোগীদের কাছ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে অর্থ আদায় করে তার ৩০ থেকে ৬০ ভাগ কমিশন হিসেবে দেওয়া হয় প্রেসক্রাইব করা চিকিৎসককে। ফলে একশ্রেণির চিকিৎসক কারণে-অকারণে ডায়াগনিস্টক পরীক্ষার প্রেসক্রাইব করেন। প্রাইভেট হাসপাতালে ভর্তির সাজেশন দেওয়া, রোগীর অপারেশন নিশ্চিত করা, প্রয়োজনে-অপ্রয়োজনে লাইফ সাপোর্টে পাঠানো— সব ক্ষেত্রেই কমিশন ভোগ করারও অভিযোগ রয়েছে কোনো কোনো চিকিৎসকের বিরুদ্ধে। সরকারি হাসপাতালের ডাক্তাররাও হাসপাতালের বদলে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠান বিভিন্ন বিষয়ে ডায়াগনস্টিক রিপোর্ট আনার জন্য। রোগী নিজের পছন্দনীয় কোনো প্রতিষ্ঠান থেকে রিপোর্ট নিয়ে এলে তা গ্রহণ করা হয় না এমন অভিযোগও ওপেন সিক্রেট। বাধ্য হয়ে অসহায় রোগীকে ডাক্তারের নির্দেশিত ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট আনতে হয়। বলা যায়, নিজের কমিশন নিশ্চিত করার জন্য কোনো কোনো চিকিৎসক নৈতিকতাকে বিসর্জন দিতেও পিছপা হন না। কমিশন বাণিজ্যের কাছে দেশের চিকিৎসা ব্যবস্থা এমনই জিম্মি হয়ে পড়েছে যে চিকিৎসার মাধ্যমে আর্ত মানবতার সেবা নয়, যেভাবেই হোক অর্থ আয় একশ্রেণির চিকিৎসকের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দেশের সিংহভাগ চিকিৎসকের সঙ্গে এসব অন্যায়ের কোনো সম্পর্ক না থাকলেও তাদের সুনামও বিড়ম্বনার শিকার হচ্ছে কতিপয় লোভী অসৎ পেশাজীবীর কারণে। দেশের চিকিৎসা ব্যবস্থায় সততার সংকট থাকায় প্রতিদিনই শত শত মানুষ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ছুটে যাচ্ছেন চিকিৎসার জন্য। দেশের বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, দেশীয় চিকিৎসকদের প্রতি আস্থার সংকটের কারণে। যার অবসানে এ ক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনা জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর