শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ফজর ও এশার নামাজের গুরুত্ব

মাওলানা মুহাম্মদ শাহাবুদ্দিন

দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সবার জন্যই অবশ্য পালনীয় বা ফরজ ইবাদত। এর মধ্যে ফজর ও আসর নামাজের বিশেষ ফজিলত রয়েছে। হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। পূর্ণিমার চাঁদের প্রতি দৃষ্টি করে তিনি উপস্থিত সাহাবিদের বললেন, তোমরা আল্লাহতায়ালাকে এরূপ স্পষ্টভাবে কোনো রকম ভিড় ও কোলাহল ছাড়াই দেখতে পাবে, যেমন এই পূর্ণিমার চাঁদ দেখছ। কিন্তু এই নেয়ামত হাসিলের জন্য সূর্যোদয় এবং অস্তের পূর্ববর্তী নামাজদ্বয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। —বোখারি

আমরা যদি আল্লাহর দিদার লাভ করতে চাই তবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের জামাতে শামিল হওয়ার ব্যাপারে এশা ও ফজর নামাজের জামাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। কেননা নবী পাক (সা.) বলেছেন, ‘এ দুটি নামাজ (এশা ও ফজর) মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। এ নামাজ দুটি জামাতে আদায় করায় কত যে পুণ্য রয়েছে তা যদি লোকেরা জানতে পারত, তবে হামাগুড়ি দিয়ে হলেও তা আদায় করতে আসত।’ —বোখারি ও মুসলিম

হজরত ইবনে ওমর (রা.) বলেন, ‘আমাদের মধ্যে কেউ যদি এশা ও ফজরের জামাতে উপস্থিত না হতো, তবে আমরা মনে মনে ভাবতাম, হয়তো সে মুনাফিক হয়ে গেছে। —বাজজার, তাবারানি, ইবনে খুজায়মা

শাইখ উবায়দুল্লাহ বিন উমার কাওয়ারীরী (র.) বলেন, ‘এশার নামাজ জামাতে পড়তে আমার কখনো ভুল হয়নি। এক রাতে আমার বাড়িতে এক মেহমান এলেন। তার আপ্যায়নে ব্যস্ত থাকায় এশার জামাতে শামিল হতে পারলাম না। আমি বসরা নগরীর সব মসজিদে তালাশ করে দেখলাম, সবাই এশার নামাজ পড়ে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। যেহেতু হাদিসে আছে একাকী নামাজের চেয়ে জামাতের নামাজে ২৭ গুণ সওয়াব। তাই বাড়ি ফিরে আমি ২৭ বার এশার নামাজ পড়লাম। রাতে স্বপ্নে দেখলাম, আমি এক ঘোড়সওয়ার দলের সঙ্গে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা করছি এবং সবার পেছনে পড়ে যাচ্ছি। তাদের একজন বলল, তুমি আমাদের কখনই ধরতে পারবে না। কেননা আমরা এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, আর তুমি একাকী আদায় করেছ। উপরোক্ত হাদিসগুলোর আলোকে জামাতে নামাজ আদায় করা বিশেষ করে ফজর ও এশার নামাজ আদায়ের গুরুত্ব অনুধাবন করা যায়। আমরা যাতে শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহপাক সমীপে সাহায্য কামনা করছি। তিনি অসীম দাতা এবং বড়ই মেহেরবান।  আল্লাহ আমাদের জামাতে নামাজ আদায়ের তৌফিক দান করুন।

     লেখক : ইসলামী গবেষক।

সর্বশেষ খবর