শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

স্বাধীন সুলতানি শাসন

মুহম্মদ বিন তুঘলক ক্ষমতা গ্রহণ করে সমগ্র বঙ্গদেশকে তিনটি রাজনৈতিক অংশে বিভক্ত করেন। লখনৌতি (গৌড়), সোনারগাঁও (সুবর্ণ-গ্রাম) ও সাতগাঁও যথাক্রমে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের রাজধানী হয়। বঙ্গ দেশই সর্বপ্রথম দিল্লি সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে (১৩৩৮ খ্রি.)। এ বিদ্রোহ ঘোষণার পশ্চাতে অনেকগুলো কারণ ছিল। প্রথমত, দিল্লি থেকে বঙ্গ দেশ বহু দূরে অবস্থিত ছিল। সেই অনুন্নত যোগাযোগ ব্যবস্থার দিনে উভয় স্থানের মধ্যে নিয়মিত সংযোগ রক্ষা করা সম্ভব হতো না। দ্বিতীয়ত, বঙ্গ দেশ ছিল  প্রচুর ধনসম্পদের দেশ।  এ সম্পদ ও প্রাচুর্যের লোভেই এখানকার শাসকবর্গ স্বাধীনতা ঘোষণা করতে প্রলুব্ধ হতেন।

-জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর