সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

তওবাকারী আল্লাহর প্রিয় বান্দা

মুফতি মুহাম্মদ আল আমিন

তওবাকারী আল্লাহর প্রিয় বান্দা

গুনাহ করা মানুষের স্বভাব। মাফ করা আল্লাহর বৈশিষ্ট্য। মানুষ গুনাহ করবে, অপরাধ করবে- এটাই স্বাভাবিক। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দার ভুল-ত্রুটি মাফ করবেন- এটা তাঁর কাছে প্রিয়। তবে শর্ত হচ্ছে, গুনাহ যখনই হয়ে গেল তখনই তওবা করতে হবে। কোরআন পাকে এসেছে, ‘তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসে, তারপর তওবা করে ও নিজেকে সংশোধন করে নেয়, তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং নরম নীতি অবলম্বন করেন। এটি তাঁর দয়া ও অনুগ্রহেরই প্রকাশ। আর এভাবে আমি আমার নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করে থাকি যাতে অপরাধীদের পথ একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে’। সূরা আন’আম, আয়াত ৫৪-৫৫। মানুষের ইচ্ছায়-অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। খাঁটি অন্তরে তওবা করলে আশা করা যায় মহান আল্লাহ তা ক্ষমা করে দিবেন। কারণ, মহান পরওয়ারদিগার হলেন সবচেয়ে দয়াবান। মেহেরবান। বান্দার প্রতি সর্বাধিক দয়ালু। সুতরাং বান্দা যখন ভুলে অপরাধ করে আবার তা স্বীকার করে নেয়, আল্লাহর কাছে লজ্জিত হয়, তখন তিনি তাকে ক্ষমা করতে ভালোবাসেন। তওবার পর যে গুনাহ মাফ করা হবে এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, ‘আর যারা মন্দ কাজ করে, তারপর তাওবা করে নেয় এবং ইমান আনে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্য ক্ষমাকারী, করুণাময়’। সূরা আ’রাফ, আয়াত ১৫৩। প্রিয় পাঠক, মহান পরওয়ারদিগার প্রিয় বান্দাকে মাফ করবেন, তবে এর অর্থ এই নয় যে, বান্দা বারবার গুনাহ করতেই থাকবে। গুনাহের ওপর অটল থাকবে। বরং ইচ্ছাকৃতভাবে গুনাহ করলে সেই অপরাধ মাফ করা হয় না। এ বিষয়ে কোরআন মজিদের অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, ‘এ কথা জেনে রাখ, আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার অধিকার একমাত্র তারাই লাভ করে, যারা অজ্ঞতার কারণে কোনো খারাপ কাজ করে বসে এবং তারপর দ্রুত তওবা করে। এ ধরনের লোকদের প্রতি আল্লাহ তাঁর অনুগ্রহের দৃষ্টি নিবদ্ধ করেন। এবং আল্লাহ সব বিষয়ে খবর রাখেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ’। সূরা নিসা, আয়াত ১৭। সন্তান যখন অপরাধ করার পর জন্মদাতা বাবা-মার কাছে ভুল স্বীকার করে, অনুতপ্ত হয় তখন যে কোনো বাবা-মা তাকে মাফ করে দেয়। বাবা-মার চেয়ে কোটি কোটি গুণ বেশি মেহেরবান দয়াময় আল্লাহ। তাই বান্দা শত অপরাধ করে পরম করুণাময় আল্লাহর কাছে তওবা করলে তা তিনি মাফ করবেন এটা মোটামুটি নিশ্চিত।

লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।

সর্বশেষ খবর