বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

পরিবহন ধর্মঘট

অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিন

দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ট্রাক ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান-পিকআপ চলাচল বন্ধ রয়েছে গত রবিবার থেকে। ধরাকে সরাজ্ঞানকারী পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যজোট আহৃত ধর্মঘটের ফলে পরিবহনের অপেক্ষায় থাকা মাছ ফল সবজিসহ পচনশীল পণ্য নষ্ট হচ্ছে। উত্তরবঙ্গ ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান- পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা হুমকি দিয়ে বলেছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে রমজান মাসের পর লাগাতার কর্মসূচি পালন করা হবে। সড়ক ও মহাসড়কের যেখানে-সেখানে যানবাহন থামিয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে ওয়েট স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে আহৃত ধর্মঘটে উত্তরাঞ্চলের কৃষিজীবীরা জিম্মি অবস্থার শিকার হয়েছেন। টানা ধর্মঘটের কারণে হাজার হাজার মণ কাঁচা সবজি নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের চাষিরা। বাইরের জেলায় সবজি পাঠাতে না পারায় স্তূপ করে রাখা সবজিতে পচন ধরেছে। পাইকারি ক্রেতা না আসায় প্রতিটি সবজির দামে ধস নেমেছে। কেউ অন্য কোনোভাবে পণ্য পরিবহনের চেষ্টা করলে পরিবহন শ্রমিকরা তাতে বাধা দিচ্ছেন। ধর্মঘটের প্রতিবাদে উত্তরাঞ্চলের কৃষকরা মানববন্ধন, সড়ক অবরোধ ও উৎপাদিত কৃষিপণ্য রাস্তায় ফেলে বিক্ষোভ করেছেন। তারা তাদের জমিতে উৎপাদিত ঢেঁড়স, লাউসহ বিভিন্ন পণ্য রাস্তায় ঢেলে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। পরিবহন ধর্মঘটে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ পিয়াজ ট্রাকে নষ্ট হচ্ছে। এর ফলে রমজানের প্রাক্কালে পিয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্য পরিষদ যে সাত দফা দাবিতে ধর্মঘট পালন করছে তার মধ্যে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধসহ কিছু দাবি যৌক্তিক।  আমরা আশা করব কর্তৃপক্ষ অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেবে, পক্ষান্তরে জনস্বার্থে প্রত্যাহার করা হবে অবাঞ্ছিত কর্মবিরতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর