শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

ভেষজ

নিম পাতা : নিম পাতা যে কতটা উপকারী তা সবারই জানা আছে। বাড়িতে থাকা নিমগাছকে বলা হয় বাড়ির ডাক্তার। সকালবেলা খালি পেটে এক চা চামচ নিম পাতার রস খেলে ওষুধের ওপর নির্ভরতা কমে যাবে।

আম পাতা : ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে আম খেতে নিষেধ করা হয়। কিন্তু এর পাতা রোগ প্রতিরোধক হিসেবে খুবই উপকারী। এটি অন্ত্রে গ্লুকোজ শোষণের মাত্রা কমিয়ে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। আমের পাতা শুকিয়ে পাউডার বানাবেন। খাবার খাওয়ার এক ঘণ্টা আগে পানিতে আধা চামচ পাউডার মিশিয়ে পান করবেন।

তুলসি পাতা : এটিও কুঁড়ি পাতার মতো অগ্নাশয়ের কোষকে সুস্থ রাখে। ডায়াবেটিস আক্রান্ত রোগী প্রতিদিন সকালে ২-৪টি তুলসি পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন।

পেঁপে পাতা : অখঞ এবং অঝঞ এনজাইমের মাত্রা কমিয়ে উপকার করে থাকে। প্রতিদিন সকালে ৮-১০টি পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি পান করবেন।

     ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর