রবিবার, ১১ জুন, ২০১৭ ০০:০০ টা

অবিস্মরণীয় জয়

টাইগারদের নিউজিল্যান্ড বধে অভিনন্দন

ইংল্যান্ডের কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবস্মরণীয় এক জয় পেয়েছে টাইগাররা। সাকিব ও মাহমুদুল্লাহর ব্যাটিং জাদুতে তারা নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির এ খেলায় নিউজিল্যান্ডকে ২৬৫ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। টাইগাররা জয়ী হতে যাচ্ছে সে আভাসের প্রকাশ ঘটে তাদের বোলিং সাফল্যে। ৪০ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ২০৩, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু শেষ চার উইকেট হারায় তারা শেষ ১০ ওভারে ৬২ রানের বিনিময়ে। যে দলটির রান ৩০০ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছিল তাদের ২৬৫ রানে আটকে রাখা নিঃসন্দেহে টাইগারদের জন্য আশা জাগানিয়া ঘটনা। তবে ব্যাট হাতে নামার কিছুক্ষণ পরই সে আশা উবে যায় পর পর চারটি উইকেট মাত্র ৩৩ রানে ধসে পড়ার পর। তামিম ইকবাল যাকে ভাবা হয় বাংলাদেশের সর্বকালের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং স্তম্ভ তিনি বিদায় নেন শূন্য রানে। সৌম্য সরকার, সাব্বির এবং নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম বিদায় নেওয়ার পর হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ। ৪ উইকেটে ৩৩ রানের ধ্বংসস্তূপের ওপর তারা ২২৪ রানের যে জুটি গড়েন তা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড জুটি। দুজনই সেঞ্চুরি করে নিজেদের যোগ্যতার পরিচয় রেখেছেন। যে নিউজিল্যান্ড টাইগারদের শীর্ষ চার ব্যাটসম্যানকে ৩৩ রানে আউট করে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিটকে পড়তে হয়েছে ৫ উইকেটে হেরে। কার্ডিফের সোফিয়া গার্ডেন বাংলাদেশের জন্য স্বপ্নের ভ্যেনু হিসেবে পরিচিত এক যুগ আগে থেকেই। বাংলাদেশ যখন নবীন দল তখনই তারা এই মাঠে হারিয়েছিল বিশ্বের সে সময়ের ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে। গত শুক্রবার নিউজিল্যান্ডকে হারানোর মাধ্যমে টাইগাররা পর পর দুই ম্যাচে বিদেশের মাটিতে কিউইদের হারাল। এ জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের উত্থানের কথা। প্রতিকূল অবস্থার মোকাবিলা করে জয়ী হওয়ার যে স্পর্ধা গত শুক্রবার টাইগাররা দেখিয়েছে তা তাদের আস্থাকে আকাশ ছোঁয়া করতে সহায়তা করবে বলে আশা করা যায়। মাশরাফি বাহিনীর এ জয় তাদের আরও দায়িত্বশীল হয়ে উঠতে সাহায্য করবে এমনটিই কাম্য। টাইগারদের নিউজিল্যান্ড বধে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর