মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

আমলাতান্ত্রিক দৌরাত্ম্য

দোহাই পাঁচ নদ-নদীকে রেহাই দিন

দেশের দুই প্রধান নগরী ঢাকা ও চট্টগ্রামের অস্তিত্বের সঙ্গে জড়িত পাঁচটি নদী দখল ও দূষণে বিপন্ন হতে চলেছে। এই চার নদীকে দখল-দূষণমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হলেও তা আটকে আছে আমলাতন্ত্রের গ্যাঁড়াকলে। পাঁচ নদীর সংস্কার ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর নভেম্বর মাসে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও করে দেন। কথা ছিল, কমিটি প্রতি মাসে সভা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। কিন্তু গত আট মাসেও কমিটি তাদের কর্মপরিকল্পনার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। স্মর্তব্য, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে পরিবেশবান্ধব করে তুলতে নদীগুলোর দুই তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদীর পানিকে দূষণমুক্ত করা, নদীর দুই তীর রক্ষায় পরিকল্পিত পদক্ষেপ নেওয়া, ভরাট হয়ে যাওয়া নদীর তলদেশ পরিখনন এবং সংস্কারের মাধ্যমে নদীতে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে একটি প্রকল্প গ্রহণ করার প্রস্তাব তৈরি করা হয়েছিল গত বছরের জুন-জুলাই মাসে। প্রস্তাবটি তৈরির পর সেটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদী সংস্কারের বিষয়টিও ওই প্রস্তাবে তুলে ধরা হয়েছিল। ওই প্রস্তাবে রাজধানীর চারপাশের চার নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী সংস্কারের জন্য প্রকল্প গ্রহণ করে নৌবাহিনীকে দিয়ে তা বাস্তবায়নেরও প্রস্তাব করা হয়েছিল। বলা হয়েছিল নৌবাহিনীর যেহেতু নদী নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেহেতু তাদের হাতে এটি বাস্তবায়নের দায়িত্ব দিলে প্রকল্পের স্বচ্ছতা যেমন নিশ্চিত হবে তেমন দ্রুততার সঙ্গে তা বাস্তবায়নের সুযোগও মিলবে। প্রধানমন্ত্রী একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিলেও কমিটির কাজে সময়ক্ষেপণের প্রক্রিয়া শুরু হয় পরিকল্পিতভাবে। আমলারা চায় না প্রকল্পটি নৌবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করা হোক। নদী দখল ও দূষণমুক্ত করার নামে বাণিজ্য করার সম্ভাবনা তাতে লোপ পাবে ভেবে তারা প্রকল্পটি ঝুলিয়ে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। নৌবাহিনী অবশ্য প্রকল্পের ব্যাপারে ব্রিটেনের একটি গ্রুপের সঙ্গে কথা বলেছে। টেমস নদীর মতো ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণ মুক্ত করে স্বাভাবিক চেহারায় ফিরিয়ে আনার প্রকল্পটি ঝুলিয়ে রাখা দুর্ভাগ্যজনকই শুধু নয়, আপত্তিকর বললেও কম বলা হবে। কারা এ ব্যাপারে কলকাঠি নাড়ছে সে ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে। আমলাতন্ত্রের হোতাদের প্রতি আমাদের সনির্বন্ধ আবেদন, দোহাই পাঁচ নদ-নদীকে রেহাই দিন।

সর্বশেষ খবর