বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

জনসংখ্যা বাড়ছে লাগামহীনভাবে

অস্তিত্বের স্বার্থেই সচেতন হতে হবে

বাংলাদেশের জনসংখ্যা লাগামহীনভাবে বাড়ছে এবং ক্ষুদ্র আয়তনের এ ভূখণ্ডটি ইতিমধ্যে সাড়ে ১৬ কোটি মানুষের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম জনবহুল দেশ। জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক বিষয়ক দফতরের জনসংখ্যা বিভাগের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস দ্য ২০১৭ রিভিশন’ শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ২০ কোটি ২০ লাখ। প্রতিবেদন মতে, বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি। গত ১২ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে ১০০ কোটি। আগামী ১৩ বছরে আরও ১০০ কোটি মানুষ বাড়বে। সে হিসাবে ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৮৬০ কোটি। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির এই প্রবণতা ২১০০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। তখন থেকে জনসংখ্যা আর বাড়বে না, বরং আস্তে আস্তে কমতেও পারে। সে সময়ে বিশ্বের জনসংখ্যা ১১১৮ কোটিতে পৌঁছবে। তবে বাংলাদেশের জনসংখ্যা ওই সময়ে বাড়ার বদলে কমে ১৭ কোটি ৩৫ লাখে দাঁড়াবে। বিশ্বের শীর্ষ ১০টি জনবহুল দেশের পাঁচটি এশিয়ায়— চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশ। দুটি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও মেক্সিকো; আফ্রিকার নাইজেরিয়াও রয়েছে শীর্ষ দশে। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও ইউরোপের রুশ ফেডারেশন বিশ্বের অন্যতম জনসংখ্যা অধ্যুষিত দেশ। চীন ও ভারত এ দুটি দেশে বিশ্বের ৩৭ শতাংশ মানুষের বাস। চীনের বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি আর ভারতের ১৩৩ কোটি। জনসংখ্যায় ভারত কয়েক বছরের মধ্যে চীনকে ছাড়িয়ে যাবে। চীনে প্রতিবছর ৭৪ লাখ করে মানুষ বাড়ছে আর ভারতে বাড়ছে তার দ্বিগুণের বেশি। জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির যে হার দেখানো হয়েছে তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেয়ে প্রায় অর্ধেক। জাতিসংঘের মূল্যায়নে প্রতিবছর বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে ১৮ লাখ হারে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এ সংখ্যা ৩৪ লাখ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে অচলাবস্থায় পড়েছে বাংলাদেশ। সস্তা শ্রমের জন্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কিন্তু শিল্প স্থাপনে প্রয়োজনীয় জমি দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।  বাড়তি মানুষের প্রয়োজনে ঘরবাড়ি রাস্তাঘাট নির্মাণে কৃষি জমির ব্যবহার বেড়ে যাওয়ায় ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। অস্তিত্বের স্বার্থেই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

 নিতে হবে জন্মশাসনের উদ্যোগ।

সর্বশেষ খবর