সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সেন্টমার্টিনে ভাঙনের থাবা

দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপ নিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অস্তিত্ব হুমকির মুখে। ঘূর্ণিঝড়, জোয়ারের প্লাবন আর সাগরের ঢেউয়ে অনিন্দ্য সুন্দর এই প্রবাল দ্বীপে বিস্তৃত হয়েছে ভাঙনের থাবা। ঘূর্ণিঝড় মোরার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নয়নাভিরাম এই দ্বীপ। অসংখ্য গাছপালা ধ্বংস হয়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি স্থাপনা। সে ক্ষতির পর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত হেনেছে টানা বৃষ্টিপাত। সেন্টমার্টিনে জেলেদের আনাগোনা ছিল শত শত বছর আগেও। এ দ্বীপে মানুষের স্থায়ী বসবাস শুরু প্রায় ২০০ বছর আগে। গত দুই শতাব্দীতে এরকম ভাঙন কোনো সময় দেখা যায়নি। জোয়ারের পানি আর সমুদ্রের ঢেউয়ে দ্বীপের চারপাশে ভাঙন সৃষ্টি হয়েছে। দ্বীপের উত্তর-পশ্চিম অংশে ভাঙনের ব্যাপকতা বেশি। ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ কেয়া বন সাগরে বিলীন হয়ে গেছে। দ্বীপের একমাত্র কবরস্থানটির দেড়শ ফুটেরও বেশি সাগরে তলিয়ে গেছে। মাটি সরে যাওয়ায় স্থানীয় পুলিশ ফাঁড়িসহ আশপাশের কয়েকটি স্থাপনার সীমানা প্রাচীর ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ঘূর্ণিঝড় মোরার আঘাতে সাগরপাড়ে রোপিত বৃক্ষরাজি ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকছে। দ্বীপবাসীর আশঙ্কা, সেন্টমার্টিন রক্ষায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া না হলে হয়তো এ প্রবাল দ্বীপ মানচিত্র থেকে হারিয়ে যাবে। ৮ দশমিক ৩ বর্গকিলোমিটার আয়তনের এ প্রবাল দ্বীপে আট হাজার মানুষের বসবাস। দ্বীপবাসী নিজেদের স্বার্থেই ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। সেন্টামার্টিন দ্বীপের অস্তিত্ব রক্ষায় ভাঙন রোধে নিতে হবে কার্যকর পদক্ষেপ। প্রবাল দ্বীপের ক্ষতি হয় এমন অবিবেচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সাগর পাড়ে ব্যাপকহারে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে হবে। পরিবেশ রক্ষায়ও নিতে হবে সতর্কতামূলক পদক্ষেপ। সেন্টমার্টিনে নতুন করে হোটেল মোটেল যাতে তৈরি না হয় সে বিষয়টিও নজর রাখা দরকার। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটনের স্বর্গ হিসেবে বিবেচিত দেশি-বিদেশি পর্যটকদের কাছে। এ প্রবাল দ্বীপের সবুজ গাছপালা ও জীববৈচিত্র্য পর্যটকদের কাছে আকর্ষণ বলে বিবেচিত হয়। এ আকর্ষণের জন্যই দেশ-বিদেশ থেকে প্রতিদিনই সেখানে ছুটে যায় শত শত মানুষ। পর্যটনের ক্ষেত্রে সেন্টমার্টিনের ব্যবহার আপত্তিকর না হলেও তা যাতে এ প্রবাল দ্বীপের বৈশিষ্ট্যের জন্য ক্ষতিকর না হয়ে দাঁড়ায় সে দিকে নজর রাখা দরকার।

সর্বশেষ খবর