বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তিন মহানগরীর জলাবদ্ধতা

সমস্যা সমাধানে উদ্যোগ নিন

টানা বৃষ্টিপাতে সারা দেশে ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দেশের তিন প্রধান নগরী ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ভয়াবহ জলাবদ্ধতায় ধুঁকছে। চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে যেন শুরু হয়েছে নূহ নবীর প্লাবন। চলতি মাসে পাঁচবার পানিতে ডুবেছে চট্টগ্রাম। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা দেশের দুই বৃহত্তম নগরী রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের অধিবাসীদের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। বৃষ্টি হলে জলজট আর যানজটে নগরজীবন নাকাল হয়ে পড়ছে। গত সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র জলাবদ্ধতা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনের পর দুই বছর কেটে গেলেও সে প্রতিশ্রুতির কিছুই পূরণ হয়নি। ভারি তো বটেই, মাঝারি বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ রাস্তা ডুবে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমর পর্যন্ত পানি হয়। রাস্তায় নামা স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীদের পড়তে হয় দুর্ভোগে। গণপরিবহনের স্বল্পতা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। জলাবদ্ধতার কারণে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন আটকে থাকে। মালিবাগ, শান্তিনগর, ইস্কাটন, আরামবাগ, মতিঝিল, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী মোড়, বাড্ডা, নাখালপাড়াসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ও জলাবদ্ধতা সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পূর্ব রামপুরার কিছু গলিতে হাঁটুপানি হয় সামান্য বৃষ্টিতেই। চট্টগ্রামে বৃষ্টি হলেই নিম্নাঞ্চলে জলাবদ্ধতা অদৃষ্টের লিখন হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির সময় জোয়ারের পানি এলাকাবাসীর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হয়। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য। কয়েক দিনের ভারি বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি জমেছে বেশ কিছু সড়ক, উপসড়ক, বাই লেনে। নগরীর বৃহত্তর বাকলিয়ার বিভিন্ন এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, ষোলশহর ২ নম্বর গেট থেকে মুরাদপুর, বাদুড়তলা, চান্দগাঁওয়ের বিভিন্ন ব্লক, চকবাজার, শুলকবহর, আগ্রাবাদ, বৃহত্তর হালিশহরসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে। টানা বৃষ্টিপাতে খুলনা মহানগরীর রাস্তাঘাট ডুবে একাকার।  নিম্নাঞ্চলের গরিব মানুষদের জীবনে তা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থার হতশ্রী অবস্থা দেশের তিন বৃহত্তম নগরীর দুই কোটিরও বেশি মানুষের জন্য যে দুর্ভোগ বয়ে আনছে, তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর