শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর আহ্বান

দুর্নীতি রোধে জনসচেতনতার বিকল্প নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে সরকারি কর্মকাণ্ডে দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন। বলেছেন দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং কঠোর অবস্থানে থাকতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধু বলে গেছেন দুর্নীতি কৃষক মজদুররা করে না। দুর্নীতি করি আমরা শিক্ষিত সমাজ যারা তাদের টাকা দিয়ে লেখাপড়া শিখেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশকে ডিজিটালাইজ করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে দুর্নীতিও নিয়ন্ত্রণে আসছে। এখন আর টেন্ডার বাক্স ছিনতাইয়ের কথা খুব একটা শোনা যায় না। ডিজিটালাইজ করার ক্ষেত্রে কয়েকটি মন্ত্রণালয় কিছুটা পিছিয়ে আছে স্বীকার করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজ করে দেওয়ায় অনেকাংশে স্বচ্ছতা চলে এসেছে। কাজেই এটি অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণে যে বক্তব্য রেখেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। দেশের সরকারি প্রশাসন পরিচালিত হয় কৃষক শ্রমিকসহ সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায়। যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে কাজ করছেন, তাদের পড়াশোনার বড় অংশের খরচ এসেছে গবির দুঃখী মানুষের দেওয়া ট্যাক্সের টাকা থেকে। কারণ দেশের শিক্ষা ক্ষেত্রে সরকার প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার উৎস সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স। ফলে সরকারি অফিস-আদালতে সুশাসনের ব্যত্যয় হলে বা দুর্নীতির কারণে যদি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা কোনোভাবে কাম্য হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সম্মেলনে সরকারি কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার যে আহ্বান জানিয়েছেন তাও তাৎপর্যের দাবিদার। জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে সরকারের চোখ এবং কান হিসেবে ভূমিকা পালন করেন। তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা সরকারের সাফল্য নিশ্চিতকরণে ভূমিকা রাখে। তবে জেলা প্রশাসকরা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার। স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের অপপ্রভাব যেমন সরকারি কর্মকাণ্ডে কালো ছায়া রাখছে তেমন রাজনীতির জন্যও বদনাম ডেকে আনছে। এ ব্যাপারে সরকার অতি সম্প্রতি যে কঠোর মনোভাব গ্রহণ করেছে তা প্রশংসার দাবিদার। আমরা আশা করব এ ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর