শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ওরা গ্রেফতার এড়ায় কীভাবে

দুষ্টের প্রতি পৃষ্ঠপোষকতা কাম্য নয়

দুষ্টের দমন শিষ্টের পালন আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক কর্তব্য বলে বিবেচিত। এ কর্তব্য পালনে তারা কতটা পারঙ্গম তার ওপর দেশের আইনশৃঙ্খলার ভালোমন্দ অনেকাংশে নির্ভরশীল। এ কর্তব্য পালনে ব্যত্যয় হলে আইনশৃঙ্খলা বাহিনীর সততা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অপ্রতিরোধ্য হয়ে পড়ে অপরাধীরা। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে— খুন, ধর্ষণ, নির্যাতন, যৌতুক, মাদক ব্যবসা ও জালিয়াতির মতো গুরুতর অপরাধের অনেক আসামিই দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ পাচ্ছে। গ্রেফতারি পরোয়ানা নিয়েও তারা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সাহস দেখাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন উঠলেই পুলিশ বলছে, তাদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চলছে। তবে মামলার বাদী ও ভুক্তভোগীদের অভিযোগ, গ্রেফতার পরোয়ানা থাকার পরও আসামিরা এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা শুধু নয়, তারা দিব্যি নানা অপরাধ-অপকর্ম করে যাচ্ছেন। এমনকি বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছেন। গত বছর ৭ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বাসিত খান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক নারী। মুগদা থানায় মামলা হয়। চলতি বছর ২২ জুন ওই কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে সব কাজ চালিয়ে যাচ্ছেন বাচ্চু। তাকে গ্রেফতার করেনি পুলিশ। ক্ষমতাধর এ আসামি মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। প্রতিবেদনে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও আসামিদের প্রকাশ্যে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এবং বাদীপক্ষকে হুমকি দেওয়ার আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগও তুলে ধরা হয়েছে। পুলিশের নাকের ডগায় অবস্থান করেও যেসব অপরাধী গ্রেফতার এড়িয়ে চলার সুযোগ পাচ্ছেন তাদের পেছনে তাদের কারও কারও যে নেপথ্য সমর্থন রয়েছে তা সহজেই অনুমেয়। পুলিশের একাংশের এ অপচর্চা দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের বদলে দুষ্টদের প্রতি পৃষ্ঠপোষকতা শিষ্টদের জন্য বিসংবাদ ডেকে আনছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তা অন্তরায় হয়ে দেখা দিচ্ছে। সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পূরণে সরকার অন্তরায়ের সম্মুখীন হচ্ছে পুলিশ সদস্যদের একটি ক্ষুদ্র অংশের অসততা এবং অসহযোগিতার কারণে।  আইনশৃঙ্খলার জন্য বিসংবাদ সৃষ্টিকারী এ অপকর্ম রুখতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সক্রিয় হবে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর