শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতিমুক্ত সেবা

দয়া নয়, জনগণের অধিকার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জনগণকে দুর্নীতিমুক্ত সেবাদানে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, এর অন্যথা হলে তাদের শাস্তি ভোগ করতে হবে, কারাগারে যেতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুদকের মামলা ক্যান্সার রোগের মতো।  ধরলে আর ছাড়ে না। ক্যান্সার এমন এক রোগ এটি রোগীকে যেমন শেষ করে দেয়, তেমন রোগীর পরিবারকেও নিঃস্ব করে দেয়। এ জন্য দুদক কারও বিরুদ্ধে মামলা দিতে চায় না। তবুও দিতে হয়। দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তাদের জনগণকে নিয়ে কাজ করার তাগিদ দিয়ে বলেছেন, জনগণের বিরুদ্ধে আমরা যেন না দাঁড়াই। চট্টগ্রামে গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দুদক চেয়ারম্যানের বক্তব্য তাৎপর্যের দাবিদার। দুর্নীতি বাংলাদেশের মানুষের কাছে এক ভয়াবহ অভিশাপের নাম। দেশের এমন কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নেই যেখানে দুর্নীতি নেই। দেশবাসীর কল্যাণে সরকার যেসব কর্মসূচি নেয় তার এক বড় অংশই চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। সরকারি নিয়োগের ক্ষেত্রেও চলে সীমাহীন দুর্নীতি। বলা যায়, ঘুষ দুর্নীতির দুর্বিপাকে পুরো জাতিই জিম্মি হয়ে পড়ছে ক্রমান্বয়ে। এ জিম্মি অবস্থা থেকে জাতিকে রক্ষায় দুর্নীতি দমন কমিশন সাম্প্রতিক সময় খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং গত দেড় বছরে তারা কয়েকশ দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করেছে। দুর্নীতিবাজদের পাকড়াওয়ে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান। দেশে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা যেখানে লাখেরও বেশি, সেখানে কয়েকশ দুর্নীতিবাজের বিরুদ্ধে পদক্ষেপ দৃশ্যত খুব বড় ঘটনা নয়। কিন্তু এটি আশা জাগিয়েছে দুদকের স্বরূপে আত্মপ্রকাশের প্রয়াস হিসেবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন নামের সাংবিধানিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা নিজেদের নামের পরিপূরক হিসেবে গড়ে উঠতে পারেনি। গত দেড় বছরে দুদক স্বরূপে আত্মপ্রকাশের যে চেষ্টা চালাচ্ছে, তাতে দুর্নীতিবাজদের মধ্যে কিছুটা হলেও যে শঙ্কার সৃষ্টি হয়েছে, তা একটি আশাজাগানিয়া ঘটনা। দুষ্টের দমন শিষ্টের পালন এটি রাষ্ট্র ব্যবস্থার কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। রাষ্ট্রের এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি সে কর্তব্য পালনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে যে ভূমিকা রাখছে তা অভিনন্দনযোগ্য। তাদের তৎপরতায় সরকারি প্রতিষ্ঠানের সেবা নিতে সাধারণ মানুষকে উেকাচ গুনতে হবে না, আমরা এমনটিই দেখতে চাই। দুর্নীতিমুক্ত সেবা জনগণের প্রতি সরকারি কর্মচারীদের দয়ার বিষয় নয়, এটি দেশবাসীর অধিকার।  এ অধিকার রক্ষায় দুদক আপসহীন হবে এমনটিই কাম্য।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর