মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

কূটকৌশলী শাসক

১৩৮৯ খ্রিস্টাব্দে উসমানিয়া শাসক প্রথম মুরাদের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র প্রথম বায়েজিদ অটোমান তুরস্কের সুলতানরূপে অধিষ্ঠিত হন। ৩৪ বছর বয়সে ক্ষমতা লাভ করে তিনি ১৪ বছর রাজত্ব করেন। সিংহাসনকে নিষ্কণ্টক করার জন্য স্বীয় ভাই ইয়াকুবকে তিনি হত্যা করেন। সুলতান বায়েজিদ অসাধারণ ক্ষিপ্রতা ও কলাকৌশলের জন্য ‘ইলদ্রিম’ অর্থাৎ ‘বিদ্যুত্বাহক’ উপাধি লাভ করলেও তার শেষ জীবন ছিল খুবই গ্লানিকর। পিতা মুরাদের বৈদেশিক নীতি অনুসরণ করে বায়েজিদ সার্বিয়ার রাজা ও লাজারাসের পুত্র স্টিফেনকে বশ্যতা স্বীকারে বাধ্য করেন। বুলগেরিয়ার মতো সার্বিয়াকে তুরস্ক সাম্রাজ্যভুক্ত না করে একে স্বায়ত্তশাসন প্রদান করা হয়। স্টিফেন সুলতানের জন্য ৫ হাজারের একটি বাহিনী সদা প্রস্তুত রাখতে অঙ্গীকারবদ্ধ হন এবং তার ভগিনী ডেসপিনি বায়েজিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর