শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হজযাত্রীদের দুর্ভোগ

দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন

ভিসা জটিলতাসহ নানা সংকটে চলতি বছর ১০ হাজার হজযাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। হজ এজেন্সিগুলোর একাংশের দায়িত্বহীনতার জন্য দেখা দিয়েছে গভীর সংকট। হজ ব্যবস্থাপনাকে ত্রুটিমুক্ত করতে সরকারের নানামুখী চেষ্টা সত্ত্বেও কোনো কোনো হজ এজেন্সির গাফিলতির কারণে সংকট ভয়াবহ আকার ধারণ করছে। হজযাত্রীদের হজযাত্রা বিঘ্নিত হচ্ছে ভিসা জটিলতার কারণে। সৌদি দূতাবাস সময়মতো ভিসা ইস্যু না করায় যাত্রীর অভাবে এ পর্যন্ত দুই ডজনেরও বেশি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইনসের জন্য বিরাট অঙ্কের লোকসান ডেকে এনেছে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনা। যেসব ফ্লাইট বাতিল হয়েছে তার প্রতিটিতে ৪১৯ জন করে হজযাত্রী পরিবহনের প্রস্তুতি ছিল। সংকট মোকাবিলায় বিমান ও হজ অফিস ফ্লাইট রিশিডিউল করে বাতিলকৃত ফ্লাইটের কিছু যাত্রীকে পাঠাতে পারলেও ১০ হাজার হজযাত্রীর হজযাত্রা এখনো অনিশ্চিত। বাড়িভাড়া জটিলতাসহ কোনো কোনো এজেন্সির গাফিলতির জন্য আটকে আছে কয়েক হাজার হজযাত্রীর ভিসা। হজের মতো স্পর্শকাতর ইবাদতের ব্যবস্থাপনায় নিয়োজিত হজ এজেন্সিগুলোর গাফিলতিতে প্রতি বছরই কোনো না কোনো সংকট দানা বেঁধে ওঠে। হজযাত্রীদের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। প্রতারিত হজযাত্রীদের হজ পালনে ইতিপূর্বে প্রধানমন্ত্রীকে সহায়তার হাত বাড়াতে হয়েছে। এবার হজযাত্রীদের টাকা নিয়ে উধাওয়ের ঘটনা না ঘটলেও আছে অতি লোভী মনোভাবের অভিযোগ। হাজীদের ঘর ভাড়া জটিলতার জন্যও সংকট বেড়েছে। বিমান মন্ত্রণালয় এ ব্যাপারে দায়ী করেছে হজ এজেন্সিগুলোকে। ধর্মমন্ত্রী বলেছেন, সংকট সৃষ্টির জন্য দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সবাই যাতে হজে যেতে পারেন সে ব্যাপারে সব চেষ্টাই করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কাউকে রেখে নিজে হজে যাবেন না এমন ঘোষণাও দিয়েছেন তিনি। সন্দেহ নেই ধর্মমন্ত্রীর বক্তব্যে দায়িত্বশীল মনোভাবেরই প্রতিফলন ঘটেছে। তবে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের বাড়তি সতর্কতা সত্ত্বেও এ বছর যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তা দুর্ভাগ্যজনক। এ জন্য যারাই দায়ী হোক, তাদের জবাবদিহিতার সম্মুখীন করা হবে এমনটিই কাম্য। হজ ব্যবস্থাপনাকে আরও নিখুঁত করতে এজেন্সি নিয়োগে বাড়তি সতর্কতা অবলম্বন করার বিষয়টি ভেবে দেখতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর