রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সম্ভাবনার নাম বাংলাদেশ

অর্থনৈতিক ক্ষেত্রে আশাজাগানিয়া অর্জন

স্বাধীনতার পর যে দেশকে অভিহিত করা হতো তলাবিহীন ঝুড়ি হিসেবে সে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিপুল বিক্রমে। গত ২০ বছরে অর্থনৈতিকভাবে মিরাকল ঘটিয়েছে বাংলাদেশ। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে দেখা হচ্ছে চীনেরও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিশ্বখ্যাত ফিন্যানসিয়াল টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদভাষ্যে বাংলাদেশকে দেখা হচ্ছে সম্ভাবনাময় দেশ হিসেবে। এক সময় যে দেশের কোনো ভবিষ্যৎ নেই বলে অবজ্ঞা করা হতো, সাড়ে চার দশক পর সে বাংলাদেশ প্রমাণ করেছে অন্ধকারাচ্ছন্ন নয়, এ দেশের সামনে অপেক্ষা করছে আলোর ঝলক। জিডিপিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনের সাফল্য দেখাচ্ছে যেসব দেশ, বাংলাদেশের স্থান সে তালিকার উপরের দিকে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। এদিক থেকে ভারত বাদে অন্য সব দেশ পিছিয়ে। দরিদ্রতম দেশ থেকে ইতিমধ্যে মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান আমলে সামরিক বাহিনীতে বাঙালি সৈন্যদের সংখ্যা ছিল ১০ শতাংশের সামান্য বেশি। বলা হতো বাঙালিরা অসামরিক জাতি। যুদ্ধবিদ্যায় তারা অনভ্যস্ত। অথচ স্বাধীনতার পর জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনা সংখ্যাই সবচেয়ে বেশি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের ভরসার স্থল হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাধীনতার আগে বাংলাদেশের মানুষ বিদেশি পুরনো পোশাকের দিকে তাকিয়ে থাকত। সেই বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। প্রথম স্থানে অবস্থানকারী চীনের সবচেয়ে সক্ষম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ। স্বাধীনতার আগে বাংলাদেশ ছিল ওষুধের ক্ষেত্রে প্রায় শতভাগ বিদেশনির্ভর। সে বাংলাদেশ আজ প্রয়োজনীয় ওষুধের প্রায় শতভাগই তৈরি করছে। বিশ্বের অর্ধশতাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ। সিরামিক শিল্পে বাংলাদেশ এখন নন্দিত। স্বাধীনতার আগে বাংলাদেশে ছিল মাত্র দুটি কাগজ কল। সে সংখ্যা এখন ৯০টির কাছাকাছি। ৪৫ বছর আগে এ দেশে ছিল মাত্র একটি সিমেন্ট কারখানা।  এখন সে সংখ্যা অন্তত ৫০টি। বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি হচ্ছে ইউরোপীয় দেশগুলোতে। পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণের উদ্যোগ নিয়ে বাংলাদেশ দাতাসংস্থাগুলোকে তাক লাগিয়ে দিয়েছে।  সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের এই অভ্যুদয় ঘটেছে দেশের পরিশ্রমী মানুষের অক্লান্ত শ্রমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর