রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরের অগ্নিকাণ্ড

তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটিত হোক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায়। বিমানবন্দর ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কাতার এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইনসে। ভয়াবহ আগুনে চতুর্থ তলায় ইতিহাদ এয়ারওয়েজের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দরের অভ্যন্তর ভাগ। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ছুটে আসে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীসহ ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে যে সময় আগুন লাগে সে সময় সেটি বন্ধ ছিল। কীভাবে বন্ধ কার্যালয়ে আগুন লাগল সে বিষয়ে তারা কোনো ধারণা দিতে পারেননি। তবে এ ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট দুটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিমানবন্দরে কী কারণে আগুন লেগেছে তা যথাযথ তদন্তে উদ্ঘাটিত হবে। তবে হজ মৌসুমে যখন প্রতিদিনই হাজীরা হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন সে সময়ে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশে উত্কণ্ঠা সৃষ্টি করেছে। দেশের সবচেয়ে বড় বিমানবন্দর তিন ঘণ্টা অচল হয়ে পড়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায় এবং যা সহজভাবে নেওয়ার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, যেহেতু এয়ার ইন্ডিয়ার কার্যালয় সে সময় বন্ধ ছিল সেহেতু বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আগুনের চেয়ে ধোঁয়ার প্রকোপ ছিল বেশি এবং আগুন নিয়ন্ত্রণে আসার পরও ধোঁয়ার কারণে যাত্রীদের টার্মিনালের ভিতরে প্রবেশে বিলম্ব হয়। তবে অগ্নিকাণ্ডের কারণে কোনো ফ্লাইট বাতিল হয়নি। শাহজালাল (রহ.) বিমানবন্দরের অগ্নিকাণ্ড দেশের প্রধান বিমানবন্দরের অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার করার তাগিদ সৃষ্টি করেছে। বিদ্যমান ব্যবস্থায় দৃশ্যত ত্রুটি না থাকলেও এ বিষয়ে আরও প্রস্তুতির বিষয়টি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।  আমরা আশা করছি, কেন অগ্নিকাণ্ড ঘটল সে বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হবে।  ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী কী করণীয় তাও তদন্ত রিপোর্টের আলোকে নির্ধারণ করা হবে।

সর্বশেষ খবর