বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ধেয়ে আসছে বন্যা

দুইশ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা

বন্যা হঠাৎ করেই ভয়াবহ আকার ধারণ করেছে এবং পাঁচ দিন ধরে অন্তত ২০টি জেলায় তার ছোবল অনুভূত হচ্ছে। উজান থেকে আসা ঢল এবং টানা বৃষ্টিপাতে প্রতিদিনই ডুবছে কোনো না কোনো জনপদ। বন্যায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ৩০ জনেরও বেশি। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ নামের বদ্বীপের মানুষ টিকে আছে শত শত বছর ধরে। তবে এবার বন্যা যেভাবে এগিয়ে আসছে তা উদ্বিগ্ন হওয়ার মতো। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট পূর্বাভাস দিয়েছে, এ বছর বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে ব্রহ্মপুত্রের ভারত ও বাংলাদেশ অংশে পানি বাড়বে। হিমালয়ের দক্ষিণাঞ্চলে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এমনটি হলে নদ-নদীতে পানি বৃদ্ধি পাবে। গত শুক্রবার থেকে ব্রহ্মপুত্র অববাহিকায় পানি বাড়ছে এবং ১৯ আগস্ট পর্যন্ত এ পানি ভাটির দিকে প্রবাহিত হবে। গত ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দেশে বর্তমানে টানা বৃষ্টি হচ্ছে। আর কদিন পর ২১ আগস্ট অমাবস্যা। আসামে বড় ধরনের বন্যা হওয়ায় সে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। যার প্রভাবে ব্রহ্মপুত্র ও পদ্মা অববাহিকায় পানি বাড়ছে। পদ্মা এখনো বিপদসীমা অতিক্রম না করলেও পানি যেভাবে বাড়ছে, তাতে ১৯ তারিখের মধ্যে তা বিপদসীমা অতিক্রম করবে। দুই নদীর পানি একসঙ্গে বাড়ার কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। বাংলাদেশে চলতি বছর হাওর এলাকার বোরো ফসল ডুবে যায় আগাম বন্যায়। যার প্রতিক্রিয়ায় ১০ বছর পর বাংলাদেশ বড় ধরনের খাদ্য সংকটে পড়েছে। দেশের চাহিদা পূরণে কয়েক কোটি মণ চাল আমদানি করা হচ্ছে। বন্যার কারণে মার খেয়েছে সব ধরনের ফসল। তরি-তরকারির দাম আকাশচুম্বী হয়ে ওঠায় তা মানুষের জীবনমানে প্রভাব বিস্তার করছে। অতি বৃষ্টি ও বন্যায় দেশের সড়ক ব্যবস্থার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয় এবং এ ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর লেগে যাবে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।  তবে এ ব্যাপারে সরকারের পাশাপাশি দেশের সব সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে।  মানুষ মানুষের জন্য— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্যার্তদের প্রতি সহায়তার হাত বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর