বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হামলার অপচেষ্টা

জঙ্গি দমনে সতর্কতার বিকল্প নেই

আত্মঘাতী জঙ্গি হামলার হুমকি থেকে রক্ষা পেয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি ভবন। এ ভবনের মাত্র ৩০০ মিটার দূরত্বের হোটেল কক্ষে বোমাসহ বেল্ট শরীরে বেঁধে আত্মঘাতী হামলার জন্য অপেক্ষায় ছিল এক জঙ্গি। হোটেলে সময়মতো অভিযান চালিয়ে তা ব্যর্থ করে দেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও সোয়াত। বেঁচে যায় অসংখ্য মানুষের প্রাণ। নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের একটি হাসপাতালে অবস্থানরত জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বোমাটির বিস্ফোরণ ক্ষমতা এতই বেশি ছিল যে, চারতলা হোটেলের রুম বরাবর দেওয়াল ভেঙে রাস্তার ওপর পড়ে। সংশ্লিষ্ট রুমটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পুলিশের ভাষ্য আত্মঘাতী জঙ্গির নাম সাইফুল। ২২ বছর বয়সী এই তরুণের বাবা একজন জামায়াত কর্মী। সাইফুল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে খুলনার দৌলতপুরের বিএম কলেজে ভর্তি হয়েছিল। এক সময় ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও পরে যোগ দেয় জঙ্গি সংগঠন নব্য জেএমবিতে। শোকাবহ ১৫ আগস্টের ৪২তম বার্ষিকীতে আত্মঘাতী হামলা ব্যর্থ করে দেওয়ার ঘটনায় জাতি আরেকটি ট্র্যাজেডি থেকে রক্ষা পেল। এ জন্য পুলিশ অবশ্যই প্রশংসার দাবিদার। তবে ১৫ আগস্টের প্রাক্কালে স্পর্শকাতর বঙ্গবন্ধু ভবনের ৩০০ মিটারের মধ্যে শক্তিশালী বোমাসহ একজন আত্মঘাতী জঙ্গি কীভাবে অবস্থান নেওয়ার সুযোগ পেল তা একটি প্রশ্নের বিষয়। সন্দেহ নেই নিরাপত্তা বাহিনীর পক্ষে সবাইকে তল্লাশি করা সম্ভব নয়। জনভোগান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে স্পর্শকাতর এলাকায়ও সবাইকে তল্লাশি করা সম্ভব হয় না। যা জঙ্গিদের জন্য কখনো কখনো সুযোগ সৃষ্টি করে দেয়। তবে পুলিশ সময়মতো জঙ্গি হামলা রোধ করার যে কৃতিত্ব দেখিয়েছে, তা  প্রশংসার দাবিদার। জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো যে সত্যিকার অর্থে সক্ষমতা অর্জন করেছে, এটি তার পরিচায়কও বটে। বঙ্গবন্ধু স্মৃতি ভবনে ১৫ আগস্টে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি ঘটে। লোকারণ্যে পরিণত হয় পুরো এলাকা। আত্মঘাতী বোমা হামলা ঘটলে তা যে ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাত তা সহজে অনুমেয়। আমরা আশা করব, এ ঘটনা নিরাপত্তা বাহিনীগুলোকে সদা সতর্ক থাকতে উদ্বুদ্ধ করবে। জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে সাফল্যের জন্য সতর্কতার বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর