শিরোনাম
শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

বুলগেরিয়া অভিযান

১৩৬৬ থেকে ১৩৬৯ খ্রিস্টাব্দের মধ্যে মুরাদ বুলগেরিয়া অভিযান এবং মারিত্জা উপত্যকা অধিকার করেন। ১৩৭১ খ্রিস্টাব্দে মুরাদের সুযোগ্য সেনাপতি লালাসোলিন সামাকফ প্রান্তরে বুলগেরিয়া ও সার্বিয়ার সম্মিলিত বাহিনীকে পর্যুদস্ত করেন। এর ফলে বলকান পর্বতমালা পর্যন্ত অটোমান সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং বলকান উপদ্বীপে মুসলিম প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। অতঃপর এভরেনসের সঙ্গে মিলিত হয়ে লালাসোলিন মেসিডোনিয়া অভিমুখে যাত্রা করেন। ১৩৭১-৭২ খ্রিস্টাব্দে কাভাল্লা ড্রুমা ও সেবেসসহ মেসিডোনিয়ার বহু অঞ্চল মুরাদের হস্তগত হয়। অতঃপর তুর্কি বাহিনী সার্বিয়া, আলবেনিয়া ও বসনিয়ায় অভিযান করে। সার্বিয়া ও বুলগেরিয়ার খ্রিস্টান রাজাদ্বয় মুরাদের অধীনতা স্বীকার করেন এবং বার্ষিক করদানে প্রতিশ্রুতিবদ্ধ হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর