শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বন্যায় বিপন্ন মানবতা

বন্যার্তদের প্রতি সহায়তার হাত বাড়াতে হবে

বন্যায় আক্রান্ত দেশ। দেশের এক কোটিরও বেশি মানুষ বন্যার ছোবলে উদ্বাস্তু হয়ে পড়েছে। বোরো ফসল মার খাওয়ার পর আমন উত্পাদনও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বন্যার পাশাপাশি টানা বৃষ্টির কারণে লাখ লাখ দিনমজুর বেকারত্বের শিকার। বন্যার্তদের মতোই তারা অর্ধাহার-অনাহারের মুখে। বন্যার্তদের পাশে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিদগ্ধজনদের পক্ষ থেকেও আহ্বান এসেছে গণমানুষের এ দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর। অসহায় মানুষের চোখের জল যখন বন্যার পানিতে মিশে যাচ্ছে তখন সেই জল মোছানোর দায় যে অন্যসব মানুষের— তা তারা স্মরণ করিয়ে দিয়েছেন। বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধু সরকারি প্রচেষ্টায় বন্যার্তদের দুর্ভোগ কমানো সম্ভব নয়। অগণিত বন্যার্ত মানুষের জন্য এখন সবচেয়ে প্রয়োজন খাদ্য। দুর্গতদের সিংহভাগই খাবার জোগাড় করতে পারছে না। তারা না খেয়ে কিংবা অর্ধাহার-অনাহারে থাকতে বাধ্য হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন মহল ত্রাণ তত্পরতা চালালেও তা সব এলাকায় দুর্গতদের কাছে পৌঁছাচ্ছে না, ফলে সর্বস্ব হারানো এসব মানুষের জীবন হয়ে উঠেছে দুঃসহ এবং অবর্ণনীয়। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী চলতি বন্যায় এ পর্যন্ত পাউবোর ১ হাজার ৯০০ কিলোমিটার বাঁধের এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তথ্যানুযায়ী বন্যায় ২২ জেলার ৩৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর ও রাঙামাটি জেলার ১২২ উপজেলা ও ৩৮ পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের ৯০টি পয়েন্টের মধ্যে ৪৮টিতে পানি বৃদ্ধি পেয়েছে। মানুষ মানুষের জন্য— এই মানবিক অনুভূতিতে সমাজের প্রত্যেক সম্পন্ন মানুষের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। বিপন্ন মানুষকে বাঁচানো সবারই দায় দাওয়া উচিত। এ ব্যাপারে সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর