শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাজনীতি এখন ব্যবসা

দুর্বৃত্তায়ন পাকাপোক্ত হওয়া দুর্ভাগ্যজনক

রাজনীতিতে রাজনীতিকদের নিয়ন্ত্রণ ক্রমেই শিথিল হয়ে পড়ছে। দলীয় নেতৃত্বে ঠাঁই পাচ্ছেন নিবেদিতপ্রাণ রাজনীতিকদের বদলে ব্যবসার মাধ্যমে সচ্ছল উচ্চাভিলাষীরা। রাজনীতিকে তারা দেখছেন আরও ওপরে ওঠার ব্যবসা হিসেবে। মানুষের সেবার জন্য যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা কোণঠাসা হয়ে পড়ছেন ‘হঠাৎ রাজনীতিক’দের কাছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর পদের মনোনয়ন-দৌড়ে প্রথাসিদ্ধ রাজনীতিকদের বদলে টাকাওয়ালারা প্রাধান্য পাচ্ছেন। সংসদ নির্বাচনেও তাদের অবস্থান অপ্রতিরোধ্য। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, আগে রাজনীতিবিদরা রাজনীতি করতেন জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে। আর এখন সবাই রাজনীতিতে জড়ান নিজেদের কল্যাণে। অনেকেই রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। দশম জাতীয় সংসদের এমপিদের প্রায় সবাই ব্যবসার সঙ্গে জড়িত। অনেকে নিজেদের হলফনামায় রাজনীতিবিদ উল্লেখ করলেও বাস্তবে তারা পুরোদস্তুর ব্যবসায়ী। কেউ কেউ ব্যবসায়ী পরিচয় না দিলেও নিজের ও পরিবারের নামে রয়েছে বিভিন্ন ব্যবসা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমপিরা নিজেদের নানা পেশার লোক হিসেবে পরিচয় দিলেও প্রায় সবার আয়ের মূল উত্স ব্যবসা। ৩৫০ জন এমপির হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, হাতে গোনা কয়েকজন এমপি ছাড়া প্রায় সবাই প্রত্যক্ষ-পরোক্ষভাবে ব্যবসার সঙ্গে জড়িত। শতকরা হিসাবে শুধু ব্যবসায়ী এমপির সংখ্যা দাঁড়ায় ৬২ দশমিক ২৮ শতাংশে। সংরক্ষিত আসন বাদ দিলে এ সংখ্যা দাঁড়ায় ৬৯ শতাংশে। আয় বিশ্লেষণ করে পেশা নির্ধারণ করা হলে এ সংখ্যা ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণ ক্রমান্বয়ে দলের ব্যবসায়ী সদস্যদের হাতে চলে যাওয়ায় রাজনীতি তার চরিত্র হারাচ্ছে। উচ্চাভিলাষী ব্যবসায়ী নেতারা জনসেবার বদলে রাজনীতিকে দেখছেন টাকা আয়ের উপায় হিসেবে। তাদের কাছে নিবেদিতপ্রাণ কর্মীদের বদলে মোসাহেবরা পৃষ্ঠপোষকতা পাচ্ছে। নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য তারা সাচ্চা রাজনৈতিক নেতা-কর্মীর বদলে পেশিজীবীদের নিজেদের পাশে ঠাঁই দিচ্ছেন, যে কারণে রাজনীতিতে দুর্বৃত্তায়ন পাকাপোক্ত হয়ে উঠছে। এ সর্বনাশ থেকে রক্ষা পেতে হলে রাজনীতিতে সাচ্চা রাজনীতিকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সময় থাকতেই সে উদ্যোগ নেওয়া দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর