শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
বিচিত্রিতা

বুদ্ধিমান মানুষ

আজ থেকে প্রায় ৫০ হাজার বছর আগে উদ্ভব হয়েছিল হোমো স্যাপিয়েনের। এর অর্থ হলো ‘বুদ্ধিমান মানুষ’। এদের কঙ্কাল হালকা হাড়ে তৈরি। এরা সম্পূর্ণ খাড়াভাবে চলতে পারে। এদের করোটি পাতলা হাড়ে তৈরি। মাথার দুই পাশ চাপা। কপালটিও বেশ উঁচু। বুদ্ধিবৃত্তি আর যুক্তিবাদের দিক থেকে এরা বেশ নির্মল পরিবেশেও সাফল্যের সঙ্গে জীবন ধারণ করতে পেরেছিল। বিজ্ঞানীরা ধারণা করেন, ৫০-৬০ হাজার বছর আগে তারা এশিয়া থেকে ইউরোপে প্রবেশ করে। চতুর্থ বরফ যুগের চরম পর্যায়ে ইউরোপের তৃণভূমিতে ঘুরে বেড়াত ষাঁড়, মেরু শিয়াল, মূষিক। তুন্দ্রা অঞ্চলে দল বেঁধে ঘুরে বেড়াত হরিণ। হোমো স্যাপিয়েনদের প্রধান শিকার ছিল এই হরিণ। তখন মাঝে মাঝে উষ্ণ আবহাওয়ার সৃষ্টি হতো। এ সময় হরিণ, ম্যামথ, লোমযুক্ত গণ্ডারেরা সরে যেত উত্তর দিকে। দক্ষিণের তুন্দ্রা অঞ্চলে সৃষ্টি হতো বিস্তীর্ণ তৃণভূমির। সেখানে দলে দলে ঘুরে বেড়াত বুনো ঘোড়া, বাইসন। লাল হরিণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পুরো পলীয় যুগের শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষ এ ধরনের জীবজন্তুগুলো শিকার করেছে।

জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর