রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

স্পেনে জঙ্গি হামলা

মানবতার শত্রুদের রুখতে হবে

স্পেনে পর পর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার জঙ্গি নামের মানবতা বিরোধীরা বার্সেলোনার লা রাম্বালাতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে ১৩ জনের প্রাণ কেড়ে নেয়। বর্বরোচিত এ ঘটনায় আহত হয় বেশ কিছু মানুষ। হতাহতরা ২৪টি দেশের নাগরিক। এ ঘটনার ৮ ঘণ্টা পর স্পেনের সমুদ্র উপকূলীয় পর্যটন কেন্দ্র ক্যামব্রিলসেও একই ধরনের বর্বরতার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গুলি করে হত্যা করে সে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বার্সেলোনার জঙ্গি হামলার জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করেছে। এ ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়লেও তাদের বিষদাঁত ভাঙেনি। দুনিয়ার বিভিন্ন দেশে একের পর এক হামলা চালিয়ে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। গাড়ি চাপা দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করার অপকৌশল জঙ্গি নামের বিবেকবর্জিতরা প্রথম বেছে নেয় গত বছরের জুলাইয়ে। গত ১৩ মাসে মানবতার এই শত্রুরা ফ্রান্স, জার্মানি, সুইডেন ও যুক্তরাজ্যে কয়েক দফা এ ধরনের হামলা চালিয়েছে। বাছ-বিচারহীন হত্যাকাণ্ডের মাধ্যমে তারা জাতি-ধর্ম নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। জঙ্গি নামের নরপশুরা মানুষ হত্যার জন্য এ পদ্ধতি বেছে নিয়েছে প্রথমত এ বর্বর কাণ্ডের জন্য দক্ষতার প্রয়োজন হয় না। গাড়ি জোগাড় করাও খুব একটা কঠিন নয়। অস্ত্র বা বিস্ফোরক নিয়ে হামলার যে কৌশল তারা প্রথম দিকে বেছে নিয়েছিল, তাতে অপকর্ম সংঘটনের আগে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকায় গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা চালানো হচ্ছে। স্পেনে ৮ ঘণ্টার ব্যবধানে দুটি গাড়ি হামলা প্রমাণ করেছে, জঙ্গিবাদ নামের নোংরা দৈত্য আজ সারা দুনিয়ার জন্যই এক বড় ধরনের হুমকি। এ নৃশংসতার চর্চা পবিত্র ধর্ম ইসলামের জন্য বিড়ম্বনা সৃষ্টি করছে। ইসলামে অকারণে হত্যাকাণ্ড সমগ্র মানব জাতিকে হত্যার মতো জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত। সে অপরাধই করছে জঙ্গিনামের বকধার্মিকরা। জঙ্গিবাদের অপচর্চা বাংলাদেশের জন্যও বড় ধরনের সমস্যা। এ নোংরা দৈত্যের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী চোখে পড়ার মতো সাফল্য অর্জন করেছে।  তবে এতে আত্মপ্রসাদের কোনো অবকাশ নেই।  এই নোংরা দৈত্যকে পরাভূত করতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। নিশ্চিত করতে হবে মানবতার জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর