বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নায়করাজ রাজ্জাক

মানুষ হিসেবে তিনি ছিলেন আরও বড়

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার শেষ বিকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকাল ৫টা ২০ মিনিটে হার্টঅ্যাটাকে আক্রান্ত হন চলচ্চিত্রের এ মহানায়ক। তাকে সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশের সিনেমা অঙ্গনের সর্বকালের সেরানায়ক রাজ্জাকের জন্ম কলকাতা নাকতলায় ১৯৪২ সালের ২৩ জানুয়ারি। ছাত্রাবস্থায় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন রাজ্জাক। পরিচালক আবদুল জব্বারের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৮ সালে জহির রায়হান রাজ্জাককে নায়ক করে তৈরি করেন বেহুলা। নায়ক হিসেবে প্রথম ছবিতেই তিনি বাজিমাত করতে সক্ষম হন। তারপর যে ছবিতেই তিনি অভিনয় করেছেন সে ছবি দর্শকপ্রিয়তা পেয়েছে। ১৯৭৭ সালে চলচ্চিত্র পরিচালনায় হাত দেন নায়করাজ রাজ্জাক। নির্মাণ করেন অনন্ত প্রেম। প্রথম ছবিতেই সফল পরিচালক হিসেবে আবির্ভূত হন তিনি। নায়করাজ রাজ্জাক বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, ক খ গ ঘ ঙ, জীবন থেকে নেওয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘণ্টাসহ আরও অনেক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ২৫টি ছবি নির্মাণের পাশাপাশি পাঁচ শতাধিক ছবিতে অভিনয়ের কৃতিত্ব দেখিয়েছেন নায়করাজ। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১১ সালে আজীবন সম্মাননা লাভ করেন নায়ক রাজ্জাক। স্বাধীনতা পদকেও ভূষিত করা হয় চলচ্চিত্রের এ গুণীজনকে। দেশের চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক হিসেবে ভাবা হতো তাকে। কিংবদন্তি এ চলচ্চিত্রকারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে গভীর শোকের ছায়া সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, জাতীয় সংসদের স্পিকারসহ জাতীয় নেতারা সর্বকালের সেরা এ চলচ্চিত্রকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  তার মৃত্যুতে সিনেমার তিন দিনের শুটিং বাতিল করা হয়েছে। নায়করাজ রাজ্জাক মারা গেছেন পরিণত বয়সে। তারপরও তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা সহজে পূরণ হওয়ার নয়। শুধু অভিনয় নয়, মানবিক গুণাবলীর জন্য তিনি দেশের সিনেমা অঙ্গনে বহুকাল ধরে স্মরণীয় হয়ে থাকবেন।  নায়ক বা অভিনেতা রাজ্জাকের চেয়ে ব্যক্তি রাজ্জাক ছিলেন আরও বড়। সত্যিকারভাবেই তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র।

সর্বশেষ খবর