বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাণী

* অভিজাত লোকের হামলা থেকে সতর্ক হও যখন সে ক্ষুধার্ত হয়। আর ইতর লোকের হামলা থেকে সতর্ক হও যখন সে পূর্ণ উদর হয়।

*  হৃদয়সমূহ একত্র কর এবং তা ধরে রাখতে হিকমতের আশ্রয় গ্রহণ কর। কেননা শরীরের মতো হৃদয়ও ক্লান্তি ও একঘেয়েমি বোধ করে।

* নফস হলো প্রবৃত্তির পূজারি। সহজগামী আমোদ-প্রমোদের অভিলাষী, কু-প্ররোচনায় অভ্যস্ত, পাপাচারে আসক্ত, আরামপ্রিয় ও কর্মবিমুখ। যদি তাকে বাধ্য কর তাহলে সে দুর্বল হয়ে পড়বে। আর যদি তাকে ছেড়ে দাও তাহলে (তুমি) ধ্বংস হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর