মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুনাফাখোরদের বিরুদ্ধে অভিযান

চালের মূল্য নিয়ন্ত্রণে অবদান রাখুক

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কুষ্টিয়ায় চালের আড়তে শুরু হয়েছে অভিযান। চালের বাজার নিয়ন্ত্রণের হোতা বলে কথিত চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককেও খুঁজছে পুলিশ। হঠাৎ করে বাজারে চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। স্থলবন্দরগুলোয় হাজার হাজার চালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মুখে রয়েছে। কম্বোডিয়া, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে চাল আমদানির প্রক্রিয়া চলছে। রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী চালকল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মজুদদারি ও মুনাফাখোরী মনোভাবের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাব প্রকাশ করা হয়। এর পর থেকে শুরু হয়েছে অসৎ চালকল মালিকদের বিরুদ্ধে অভিযান। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর খোলা বাজারে চাল বিক্রিও শুরু হয়েছে। ঢাকা মহানগরী, বিভাগীয় ও জেলা শহরে ৩০ টাকা কেজি চালের পাশাপাশি ১৭ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আটা। চালের দাম স্থিতিশীল করতে বিদেশ থেকে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে দুই দফা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। ভারত থেকে প্রচুর চাল আসার পরও দেশি বাজারে চালের দাম কমার বদলে বাড়ছে মিল মালিকদের কারসাজিতে। সরকারের কড়া ব্যবস্থায় অচিরেই চালের মূল্য হ্রাস হবে বলে আশা করা হচ্ছে। হাওরে আগাম বন্যা এবং দেশের বড় অংশজুড়ে বন্যার ছোবল দেশের চালের বাজারে অস্থিতিশীল পরিবেশ উসকে দিয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে লাখ লাখ রোহিঙ্গার আগমন। অসৎ চালকল মালিকরা এ সংকটাপন্ন অবস্থাকে মুনাফা লুটের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। শুরু থেকে বাজার নিয়ন্ত্রণের জুতসই ব্যবস্থা না থাকায় একে চালকল মালিকরা যা ইচ্ছা তাই করার স্বাধীনতা হিসেবে বেছে নিয়েছেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম ঊর্ধ্বমুখী করার অপকর্মে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরিস্থিতির মোকাবিলায় চাল আমদানির গতি আরও বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। চালের মূল্য বৃদ্ধি ঠেকানোকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা আশা করব সরকারের বহুমুখী পদক্ষেপ চালের দাম নিয়ন্ত্রণে সফল হবে। চালের দাম নিয়ন্ত্রণে বিকল্প খাদ্য হিসেবে আটার ব্যবহার বৃদ্ধির বিষয়টিও ভাবা যেতে পারে।

সর্বশেষ খবর