মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন

মুফতি মুহাম্মদ আল আমিন

আল্লাহর কাছে দুনিয়া মূল্যহীন

দুনিয়ার সবকিছু আল্লাহর কাছে মূল্যহীন। এ ধন-সম্পদ, সোনা-রুপা, টাকা-কড়ি, জায়গা-জমি, প্লট-ফ্ল্যাট, বাড়ি-গাড়ি, ক্ষমতার মসনদ, পদ-পদবি কোনো কিছুর মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্যবান হলো মানুষের নেক আমল। কারণ সবকিছু একদিন শেষ হয়ে যাবে। রয়ে যাবে বনি আদমের নেক আমল। আর রয়ে যাবেন মহীয়ান আল্লাহ। পরাক্রমশালী আল্লাহ। মাটির পৃথিবী রয়ে যাবে তবে মাটির মানুষ হারিয়ে যাবে। প্রতিদিন একদল মানুষ দুনিয়ায় আসে, আরেক দল বিদায় নেয়। তাই প্রিয়নবী (সা.) দুনিয়াকে অভিশপ্ত উল্লেখ করেছেন। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) ইরশাদ করেছেন, ‘সাবধান! নিশ্চয় দুনিয়া অভিশপ্ত। এর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। তবে আল্লাহর জিকির এবং আল্লাহ যা পছন্দ করেন তা এবং জ্ঞানী ও জ্ঞান অন্বেষণকারী অভিশপ্ত নয়। এ ছাড়া সবকিছুই অভিশপ্ত।’ (তিরমিজি, ইবনে মাজাহ)। অন্য হাদিসে হজরত সহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি ডানা পরিমাণও হতো তাহলে আল্লাহতায়ালা কোনো কাফিরকে এক ঢোক পানিও পান করাতেন না।’ (মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ)। কারণ দুশমনকে কেউ দামি জিনিস দান করে না। আরও এসেছে, হজরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘আল্লাহর কসম! পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, যেমন তোমাদের কেউ মহাসমুদ্রের মধ্যে তার একটি আঙ্গুল ডুবিয়ে দিয়ে উঠিয়ে আনুক। তারপর সে লক্ষ্য করে দেখুক যে, ওই আঙ্গুলটি কী পরিমাণ পানি নিয়ে এসেছে।’ (মুসলিম)। অর্থাৎ যে পরিমাণ পানি আঙ্গুলে লেগে আছে তা দুনিয়ার জীবন আর যে পানি সমুদ্রে রয়েছে তা আখিরাতের জীবন। দুনিয়ার মূল্যহীন হওয়ার বিষয়ে আরও বর্ণিত হয়েছে হজরত জাবির (রা.) থেকে। একবার রসুল (সা.) একটি কান কর্তনকৃত মৃত বকরির বাচ্চার কাছ দিয়ে গমনকালে বললেন, ‘তোমাদের মধ্যে এমন কে রয়েছ, একে এক দিরহামের বিনিময়ে গ্রহণ করা পছন্দ করবে? তারা বললেন, আমরা তো তাকে কোনো কিছুর বিনিময়েই নেওয়া পছন্দ করব না। তখন তিনি বললেন, আল্লাহর কসম! এটা তোমাদের কাছে যত বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া ও তার সম্পদ তার তুলনায়ও অধিক নিকৃষ্ট।’ (মুসলিম)।

লেখক : খতিব : সমিতি বাজার মসজিদ নাখালপাড়া, ঢাকা।

সর্বশেষ খবর