রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি

বাজার নিয়ন্ত্রণে নজর রাখুন

চালের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে অনেক আগেই। দেশে খাদ্যাভাব না থাকলেও অধিমূল্য সাধারণ মানুষের জন্য উত্কণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যা, পাহাড়ি ঢল এবং অতিবর্ষণ শুধু চাল নয়, সবজির বাজারেও আগুন ধরিয়েছে। মধ্যবিত্তরাও সবজির বাজারে গিয়ে দিশাহারা হয়ে পড়ছেন। ৬০ টাকা কেজির নিচে কোনো সবজিই নেই। কাঁচামরিচের কেজি ২৫০ টাকায় উন্নীত হওয়ার ‘কৃতিত্ব’ দেখিয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেউ কেউ বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন। তবে বাস্তবতা হলো— বাজার অর্থনীতির যুগে বাজার নিয়ন্ত্রণে সরকারের খুব একটা ভূমিকা থাকার কথা নয়। চালের বাজার নিয়ন্ত্রণে মজুদদারদের বিরুদ্ধে সরকারের কড়া মনোভাবে দাম কিছুটা হলেও কমেছে। কিন্তু সবজির বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে চাহিদার তুলনায় পর্যাপ্ত সবজি বাজারে না আসার কারণে। বন্যায় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহভাবে। বন্যা পুনর্বাসনে কৃষক নতুনভাবে যে সবজি চাষ করেছেন তা ব্যাপকভাবে বাজারে না আসা পর্যন্ত সংকট কাটবে না। ফলে আরও অন্তত এক দেড় মাস এ ভোগান্তি অব্যাহত থাকবে বলে বিজ্ঞজনদের ধারণা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি  নিয়ন্ত্রণে রাখতে সরকার পণ্য পরিবহনের ক্ষেত্রে কোথাও যাতে ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার না হয় সে দিকে নজর দেবে এমনটিই প্রত্যাশিত। কৃষি পুনর্বাসনেও এ মুহূর্তে বাড়তি মনোযোগ দিতে হবে। যাতে এক-দেড় মাসের মধ্যে সবজির বাজারে মূল্যবৃদ্ধির যে আগুন জ্বলছে তা যাতে নিয়ন্ত্রণে আনা যায়। এর পাশাপাশি তেল-ডাল-চিনি যা মূলত বিদেশ থেকে আমদানি নির্ভর পণ্যের বাজারে যাতে অতিমুনাফার দৈত্যরা কালো হাত বাড়াতে না পারে সে দিকে সতর্ক থাকতে হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে সরকারের সরাসরি দায় না থাকলেও এটি তাদের গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ হয়েই দেখা দেয়। এ বিষয়টি মনে রেখে বাজারে নিত্যপণ্য সরবরাহ সহজতর করতে সরকারকে সাধ্য অনুযায়ী সব উদ্যোগ নিতে হবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রাজধানীতে সীমিত আয়ের মানুষের ভোগান্তি অনেকখানিই বাড়িয়েছে। একদিকে বাড়ি ভাড়া বৃদ্ধির লাগামহীনতা, অন্যদিকে নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে তারা দিশাহারা। এ অবস্থা যাতে দীর্ঘায়িত না হয় সে দিকে সরকার নজর রাখবে আমরা এমনটিই আশা করতে চাই। নিজেদের স্বার্থেই এ সংকট কাটিয়ে উঠতে সরকার সর্বাধিক যত্নবান হবে এমনটিও কাম্য।

 

সর্বশেষ খবর