রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

সুলতান মাহমুদের সাফল্য

সুলতান মাহমুদের সাফল্য ভারতের রাজনৈতিক এবং সামরিক শক্তির দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছিল এবং যুদ্ধকৌশল, শৃঙ্খলা ও কর্তব্যের প্রতি একনিষ্ঠতার দিক দিয়ে হিন্দু অপেক্ষা মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। অর্থনৈতিকভাবে বিচার করলেও, এ আক্রমণ ভারতের যুগ যুগ সঞ্চিত ধন-সম্পদের ক্ষতিসাধন করেছিল। এতে ভারত একদিকে দরিদ্র হয়ে পড়েছিল এবং অপরদিকে গজনীর গৌরব এবং সম্পদ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। যুদ্ধ ও শান্তিকালীন পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ভারতের সম্পদ সুলতানকে আর্থিক সহায়তা দান করেছিল। কিন্তু এর কুফল সম্বন্ধেও সুলতান মাহমুদের সমসাময়িক ঐতিহাসিক আল-বেরুনীর মন্তব্য এখানে প্রণিধানযোগ্য। তার মতে, ‘সুলতান মাহমুদের বারবার ভারত আক্রমণের ফলে এ দেশের প্রচুর ধনসম্পদ ও হিন্দু সংস্কৃতি নষ্ট হয়েছে। এ জন্য হিন্দুরা মুসলিম বিজিত এলাকা হতে দূরে গিয়ে কাশ্মীর, বারানসী ও অন্য স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়।

জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর