মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ

সিদ্ধান্তটি প্রশংসার দাবিদার

স্কুল-কলেজের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে। এতে বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ এবং ফোনে কথা বলায় শ্রেণিকক্ষের শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা পড়াশোনার কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রবণতা রোধে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেরিতে হলেও শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি প্রশংসার দাবিদার। শ্রেণিকক্ষের পরিবেশ দূষণে অবদান রাখছিল মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার। শিক্ষার্থীদের কেউ কেউ শ্রেণিকক্ষে ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে এমন অভিযোগও প্রবল। এমনকি শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বাজে নজির রাখছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের অফিস আদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও তারা মোবাইল ফোন কোথায় রাখবেন সে সম্পর্কে কিছু বলা হয়নি। মোবাইল ফোন আধুনিক জীবন ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় শতভাগ মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত। মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে প্রবেশে যেহেতু নিষেধাজ্ঞা নেই, কিংবা সময়ের বিবেচনায় এ ধরনের বাধা সৃষ্টি যেহেতু যুক্তিসঙ্গত নয়, সেহেতু শ্রেণিকক্ষের বাইরে সেগুলো কীভাবে রাখা যাবে, সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাবতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষক লাউঞ্জে তাদের মোবাইল ফোন রেখে শ্রেণিকক্ষে যাওয়ার যে সুযোগ রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ সৃষ্টির কথা ভাবা যেতে পারে। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ইতিবাচক নির্দেশনাটির যথাযথ বাস্তবায়নে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের মোবাইল ফোন সংরক্ষণের বিষয়টি সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেবে। নির্দেশ অমান্য করে কেউ শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে গেলে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টিও স্পষ্ট করা দরকার।

সর্বশেষ খবর