বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪১৩ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় কেরানীগঞ্জে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তাব পাস হওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করা হয়েছে। স্মর্তব্য, দেশের শিক্ষার্থীদের এক তৃতীয়াংশই মাদ্রাসা শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষার ফাজিল ও কামিল যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের। কিন্তু লেখাপড়ার মান নিয়ন্ত্রণ, সিলেবাস প্রণয়নে এতদিন কোনো কর্তৃপক্ষ ছিল না। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ফাজিল ও কামিলের দেখাশোনার দায়িত্বে থাকলেও সেটিও ছিল সাধারণ শিক্ষার বিশ্ববিদ্যালয়। ইসলাম ও আরবি মাধ্যমের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দাবি পূরণে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। কেরানীগঞ্জে ২০ দশমিক ১৫ একর জমিতে ক্যাম্পাস নির্মিত হলে তা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস রয়েছে রাজধানীর ধানমন্ডি ও বসিলাতে। কেরানীগঞ্জে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ১০ তলা প্রশাসনিক ভবন ও ছয়তলা একাডেমিক ভবন ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকবে আবাসিক সুবিধা। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্মিত হবে আধুনিক ডরমেটরি। এর মধ্যে রয়েছে শিক্ষক-কর্মকর্তাদের একটি ডরমেটরি ও দুটি স্টাফ কোয়ার্টার, শিক্ষার্থীদের দুটি ডরমেটরি, একটি অডিটরিয়াম, ভিসির বাংলো এবং রেজিস্ট্রারের আবাসিক ভবন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে যেমন অবদান রাখবে তেমন তাদের জাতির মূল ধারার অংশে পরিণত করার ক্ষেত্রে রাখবে তাৎপর্যপূর্ণ ভূমিকা। ধর্মীয় শিক্ষায় উচ্চশিক্ষার পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তির শিক্ষা দেওয়া হবে। আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষার  আধুনিকীকরণেও ভূমিকা রাখবে এ বিশ্ববিদ্যালয়। রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা লাভবান হবে।

সর্বশেষ খবর