শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সামাজিক অস্থিরতা

বখাটে দমনে পদক্ষেপ নিন

সামাজিক অস্থিরতা হঠাৎ করেই থাবা বিস্তার করেছে। প্রতিদিনই ঘটছে নানা অঘটন। কুমিল্লায় দরজা আটকে এক গৃহবধূর হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাভারের সিরামিক্স বাজার এলাকায় গৃহবধূ ও তার স্বামীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। সাভারে আরেক ঘটনায় বখাটেদের উৎপাতে আত্মহনন করতে বাধ্য হয়েছে এক স্কুলছাত্রী। বলাবাহুল্য, সামাজিক অস্থিরতার এ শুধু খণ্ডাংশ মাত্র। হত্যা কিংবা জখমের ঘটনাগুলো সংবাদ মাধ্যমে কখনো কখনো প্রকাশিত হলেও সিংহভাগ ঘটনাই থেকে যায় অগোচরে। বাংলাদেশ প্রতিদিনের গত বৃহস্পতিবারের সংখ্যায় সামাজিক অস্থিরতার যে চারটি খবর প্রকাশিত হয়েছে তার প্রতিটির সঙ্গে রয়েছে বখাটেপনার সম্পর্ক। কুমিল্লার যে গৃহবধূকে পুড়িয়ে মেরেছে পাষণ্ড স্বামী, তাদের বিয়ে হয় দুই বছর আগে। সাজ্জাদ নামের এক বখাটের খপ্পরে পড়ে রুবিনা নামের ওই তরুণী। তারা পালিয়ে গিয়ে বিয়েও করে। কিন্তু বখাটের প্রেমের স্বরূপ সে উপলব্ধি করে বিবাহিত জীবনে। ইতিমধ্যে এক কন্যাসন্তানের জননীও হয় রুবিনা। গত সোমবার পাষণ্ড স্বামী সাজ্জাদ রুবিনাকে মারধর করে গায়ে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সারা দেশে বখাটেদের উৎপাত কীভাবে সর্বগ্রাসী আকার ধারণ করেছে প্রতিবেদনের আর তিনটি ঘটনাও তার সাক্ষী। এদেশের গ্রামাঞ্চলে বখাটে নামের মানুষ শকুনদের উৎপাত অপ্রতিহতভাবে চলছে বছরের পর বছর ধরে। দেশে বাল্যবিয়ের হার এ একবিংশ শতাব্দীতেও সর্বোচ্চ পর্যায়ে থাকার প্রধান কারণ বখাটেদের উৎপাত। এক্ষেত্রে সমাজ, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকায় বাবা-মায়েরা তাদের কন্যাসন্তানদের অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আমরা এ কলামে বার বার বলেছি বখাটেপনা রোধে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই। বখাটেদের নিয়ন্ত্রণে প্রতিটি এলাকার চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাউন্সিলররা যাতে দায়বদ্ধ ভূমিকা পালন করতে বাধ্য হন তা নিশ্চিত করতে হবে।  বখাটেদের অভিভাবকদেরও এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনতে হবে। নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করছে দেশ অর্থনৈতিক দিক থেকে দ্রুত এগিয়ে গেলেও সভ্যতার বিচারে আমরা এখনো শত শত বছর পেছনে।  এ অবস্থার অবসান হওয়া দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর