বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জনশক্তি রপ্তানিতে বিসংবাদ

আমলাতন্ত্রের কালো হাত থামাতে হবে

প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ। প্রাণভোমরাও বলা হয় এই খাতটিকে। বিদেশে দেশের প্রায় এক কোটি মানুষ কর্মরত। কর্মসংস্থানের ক্ষেত্রেও এ খাতের গুরুত্ব যে আকাশছোঁয়া তা সহজে অনুমেয়। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে সাম্প্রতিক বছরগুলোয় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে। জনশক্তি রপ্তানির প্রবাহ সচল রাখা দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলার জন্য যখন একযোগে কাজ করা কর্তব্য বলে বিবেচিত হচ্ছে তখন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়েই প্রশ্ন উঠেছে জনমনে। অভিযোগ উঠেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের দ্বন্দ্বে প্রায় বন্ধ হয়ে গেছে জনশক্তি রপ্তানি। যে মন্ত্রণালয়ের কাজ বিদেশ গমনেচ্ছু কর্মীদের সহায়তা করা সেই মন্ত্রণালয়ই এখন শ্রমবাজার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে আটকে দেওয়া হচ্ছে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ফাইল। লাল ফিতার এ দৌরাত্ম্য এতটাই মারাত্মক পর্যায়ে চলে গেছে যে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বিদেশ গমনেচ্ছুদের জন্য মন্ত্রণালয়ের বহির্গমন ছাড়পত্র মিলছে না। এই আত্মঘাতী দ্বন্দ্বে মালয়েশিয়াগামী ১২ হাজার কর্মী পড়েছেন ঘোর অনিশ্চয়তায়। মন্ত্রণালয়ের বিরূপ আচরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো জি টু জি প্লাস পদ্ধতিতেই। মালয়েশিয়ার নিয়োগকর্তারাও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে হতাশ হয়ে পড়ছেন। এ পরিস্থিতি শুধু মালয়েশিয়াগামী নয়, কাতার ও সৌদি আরবের ক্ষেত্রেও ঘটছে। জনশক্তি রপ্তানি-সংশ্লিষ্টদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে যে ৭২ হাজার কর্মী ডিমান্ড নোট ও ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আছেন তাদের যাওয়াও আটকে যেতে পারে।  জনশক্তি মন্ত্রণালয়ের কাজ জনশক্তি রপ্তানির প্রক্রিয়া সহজ করা। বিদেশ গমনেচ্ছুরা যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় সে ব্যাপারে কাজ করা। কিন্তু এই মন্ত্রণালয়ে আমলাতন্ত্রের দৈত্যের কালো হাত যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তা উদ্বেগজনক। বৃহত্তর জাতীয় স্বার্থেই এ অশুভ দৈত্যকে পরাজিত করতে হবে। জাতীয় স্বার্থের বদলে যারা নিজেদের অহমিকা ও খামখেয়ালিকে বেশি গুরুত্ব দেয় তাদের নিরস্ত করতে হবে। জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় যারা বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের ব্যাপারে সরকার কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠবে— এমনটিই কাঙ্ক্ষিত।

সর্বশেষ খবর