শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আর কত রাস্তা খোঁড়াখুঁড়ি

জনদুর্ভোগের ইতি টানুন

এক বছর ধরেই রাজধানীজুড়ে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। বর্ষা মৌসুমে জনভোগান্তির সীমা অতিক্রম করেছিল খোঁড়াখুঁড়ির অপরিণামদর্শী কসরত। শুষ্ক মৌসুমেও অব্যাহত রয়েছে সে প্রক্রিয়া। ধুলায় দুর্বিষহ হয়ে উঠছে মানুষের জীবন। রাজধানীর এমন কোনো সড়ক নেই যেখানে খোঁড়াখুঁড়ি চলছে না। খোঁড়াখুঁড়ির কারণে যানজটের নগরী ঢাকা কার্যত অচল নগরীতে পরিণত হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা, তিতাস, ডেসকোসহ সবাই মিলে প্রতিদিনই কোনো না কোনো সড়ক, অলিগলি খুঁড়ছে। আজ এ প্রতিষ্ঠান কাটছে তো কাল আরেক প্রতিষ্ঠান। সে কাজ শেষ হতেই আরেক প্রতিষ্ঠান এসে নতুন করে সড়ক খনন করছে। নগরবাসীকে উন্নত রাস্তাঘাট, পরিচ্ছন্ন নর্দমা বা সুষ্ঠুভাবে গ্যাস, বিদ্যুৎ আর পানির সেবা পৌঁছে দেওয়ার নামে রাস্তা খোঁড়াখুঁড়ি হলেও তাতে অতিষ্ঠ হয়ে উঠছে নাগরিক জীবন। প্রতিদিন রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে নগরজুড়ে উড়ছে ধুলাবালু। নোংরা হয়ে উঠছে পরিবেশ। শ্বাসকষ্টসহ নগরবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় রয়েছে প্রায় ২২০০ কিলোমিটার সড়ক। এর এক উল্লেখযোগ্য অংশে চলছে খোঁড়াখুঁড়ি। খোঁড়াখুঁড়ির কারণে প্রতিটি সড়কেই যানজট প্রায় স্থায়ী রূপ নিচ্ছে। যান্ত্রিক যানবাহনে যে পথ সাধারণ অবস্থায় ১০ মিনিটে অতিক্রম করার কথা, সে পথ পাড়ি দিতে কোনো কোনো ক্ষেত্রে ১০ গুণ সময়ও লাগছে। উন্নয়ন কাজের সমন্বয়হীনতার কারণে জনভোগান্তি যেন স্থায়ী রূপ নিচ্ছে। বাড্ডার ইউলুপ নির্মাণের কাজ চলছে মাসের পর মাস ধরে। শোনা যাচ্ছে চলতি বছর তা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। শম্বুক গতিতে কাজ করার রেকর্ড স্থাপিত হতে যাচ্ছে এ প্রকল্পটির বাস্তবায়নে। পাশাপাশি নতুন করে শুরু হয়েছে রাস্তা খোঁড়ার কাজ। মনে করা হচ্ছে, মৌচাক থেকে নতুন বাজার পর্যন্ত সড়কটির এ বেহাল অবস্থা সহজে কাটছে না। গুলশান এলাকায় ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছে দীর্ঘদিন ধরে। কাজ শেষ হওয়ার পরও রাস্তা মেরামত না হওয়ায় চলছে ভোগান্তি। সেবার নামে নগরজুড়ে সড়ক খোঁড়াখুঁড়ির যে বাড়াবাড়ি চলছে, তাতে নগরবাসীর অবস্থা দাঁড়িয়েছে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’র মতো। নগরবাসী অবশ্যই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মানসম্মত সেবা চান। পানি, গ্যাস, বিদ্যুৎ, কিংবা ওয়াসার উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজে সাময়িক ভোগান্তির শিকার হতেও তারা রাজি। কিন্তু তা যেভাবে স্থায়ী রূপ নিচ্ছে তা মেনে নেওয়া যায় না। এ অকাম্য অবস্থার অবসান ঘটাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর