শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

রাষ্ট্রকূট সাম্রাজ্য

অষ্টম শতাব্দীর মধ্যভাগে দাক্ষিণাত্যের চালুক্যশক্তি ধ্বংস করে দন্তিদুর্গ রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। হায়দরাবাদের ওসমানবাদ লট্টলরে দন্তিদুর্গ পরিবারের আদি বাসভূমি ছিল। আনুমানিক ৬২৫ খ্রিস্টাব্দে তারা বেরারের ইলিশপুরে আগমন করে এবং সেখানে একটি ক্ষুদ্র রাজ্য স্থাপন করে। কয়েক শতাব্দী তারা চালুক্যদের অধীন হিসেবে রাজ্য শাসন করতে থাকে। দন্তিদুর্গের পরবর্তী রাজা প্রথম কৃষ্ণের সময় ইলোরের বিখ্যাত কৈলাসনাথের মন্দির নির্মিত হয়েছিল। তার রাজত্ব খুব অল্পকাল স্থায়ী ছিল। এরপর তার পুত্র গোবিন্দরাজ রাজা হন। তার ভাই ধ্রুব প্রতিহার বংশের বৎসরাজকে পরাজিত করেছিলেন। ধ্রুবের পুত্র তৃতীয় গোবিন্দ (৭৯৪-৮১৫ খ্রি.) এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তৃতীয় গোবিন্দ পল্লবরাজ দন্তিবর্মণকে পরাজিত করার পর দাক্ষিণাত্যে কনৌজের প্রতিহাররাজ দ্বিতীয় নাগভট্টকেও পরাজিত করেছিলেন। এমনকি, বাংলার পালরাজ ধর্মপালও তার প্রবল প্রতাপ স্বীকার করতে বাধ্য হন। তার রাজত্বকালে রাষ্ট্রকূট বংশের গৌরব চরম সীমায় পৌঁছায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর