সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পোপের মুখে রোহিঙ্গা

মানবিকতার পক্ষে উদ্বুদ্ধ হোক বিশ্ববাসী

বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে গেলেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিস্টানদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা বৃহস্পতিবার তিন দিনের সফরে এসেছিলেন বাংলাদেশে। সব ধর্মের সব বর্ণের মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেওয়ার মহানুভবতার প্রশংসা করে পোপ ফ্রান্সিস বলেছেন বাংলাদেশের মানুষের বড় মনের কারণে এটি সম্ভব হয়েছে। উদারতার পরিচয় দিয়ে বাংলাদেশ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তধর্মীয় সভায় পোপ রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সবার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চান। পোপ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, রোহিঙ্গা রূপেও বিরাজ করছেন সৃষ্টিকর্তা, তাদের মাঝে তিনি ঈশ্বরের উপস্থিতি টের পেয়েছেন। তার মুখে রোহিঙ্গা শব্দটি উচ্চারিত হওয়া খুবই গুরুত্ববহ। পোপ ফ্রান্সিস মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসেন। মিয়ানমারে জাতিগত সহিংসতা ও হানাহানির বিরুদ্ধে বক্তব্য রাখলেও তিনি কৌশলগত কারণে রোহিঙ্গা নামটি উচ্চারণ করেননি। তবে তার অবস্থান যে নির্যাতন-নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সে বিষয়টি সেখানেও স্পষ্ট করতে কার্পণ্য দেখাননি। তিনি হানাহানি ও বিভেদের বদলে মাঙ্গলিক বোধের শক্তি ও বিশ্বে মানবিক মিলনের যে আহ্বান জানিয়েছেন তা সময়ের বিচারে তাৎপর্যের দাবিদার। পোপ ফ্রান্সিসের বাংলাদেশ ও মিয়ানমার সফর রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা করা হচ্ছিল। ফ্যাসিবাদের যে নিষ্ঠুর চর্চা চলছে মিয়ানমারে, সে বাস্তবতায় পোপ সরাসরি রোহিঙ্গাদের পক্ষে কথা বলাকে যুক্তিযুক্ত মনে করেননি। তবে তিনি হানাহানির পথ থেকে সরে আসা এবং সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার যে তাগিদ দিয়েছেন তা মিয়ানমারের শাসকদের জন্য কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে। রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে বিশ্ববাসীর নির্লিপ্ততার জন্য সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে তিনি প্রকারান্তরে তাদের করণীয় কর্তব্যই নির্দেশ করে দিয়েছেন। পোপ ফ্রান্সিসের সফর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস। রোহিঙ্গা সমস্যার সমাধানে এ আধ্যাত্মিক নেতার আকুতি বিশ্বজুড়ে নৈতিক চাপ সৃষ্টি করবে এবং মানবিকতার পক্ষে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবে এমনটিও আমরা আশা করতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর