বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্ত্রীর স্বামীর সংসারে না ফেরা প্রতিকার বনাম বাস্তবতা

অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক

স্ত্রীর স্বামীর সংসারে না ফেরা  প্রতিকার বনাম বাস্তবতা

সুজিতের সঙ্গে ছন্দার (ছদ্মনাম) বিয়ে হয়েছে মাত্র দুই মাস হতে চলল। বিয়েটি পারিবারিকভাবে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে ছন্দাকে শ্বশুরবাড়ির লোকজন ঘরে তুলে নেন। প্রথা অনুযায়ী কয়েক দিন পরই ছন্দা বাবার বাড়ি আসেন। এরপর আর স্বামীর সংসারে ফেরেন না। স্বামী ও তার পরিবারের লোকজন একাধিকবার ছন্দাকে নিতে তার বাবার বাড়ির দ্বারস্থ হন। কিন্তু কিছুতেই স্বামীর বাড়ি ফেরেন না ছন্দা। স্বামীর পরিবারে দুশ্চিন্তা বেড়ে যায়। ছন্দাও স্পষ্ট করে তার স্বামীকে কিছু বলেন না। অবশেষে সুজিতের পরিবার সিদ্ধান্ত নেয়, একটি আইনগত সমাধানের। কিন্তু তা কীভাবে? কারও স্ত্রী যদি আইনগত কোনো কারণ ছাড়াই তার স্বামীর সঙ্গে একত্রে বসবাস না করেন, সে ক্ষেত্রে স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। তবে পারিবারিক আদালতে যাওয়ার আগে প্রয়োজনে আইনজীবীর মাধ্যমে স্ত্রীর প্রতি একটি নোটিস পাঠানো যেতে পারে। অন্য পক্ষের জবাবের জন্য অপেক্ষাও করা যেতে পারে। যদি কোনো কারণে স্ত্রী সংসার করতে ইচ্ছুক না থাকেন, তাহলে আইনি উপায়ে বিবাহবিচ্ছেদ ঘটানোই ভালো। আবার অনেক সময় দেখা যায়, স্ত্রী সংসার করতে ইচ্ছুক। কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্ত্রীর বাবা-মা ও আত্মীয়স্বজন। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানার মামলা করে বন্দীদশা থেকে মুক্ত করানো সম্ভব।

অন্যদিকে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, তিনি নির্দোষ ও নিরীহ মনোভাব নিয়েই আদালতের কাছে বিচারপ্রার্থী হয়েছেন। স্ত্রী যদি প্রমাণ করতে পারেন, স্বামী তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন, তবে স্বামী ডিক্রি পাবেন না। নিষ্ঠুরতার আকার-প্রকৃতি এমন হতে হবে যে, ওই অবস্থায় স্ত্রীর পক্ষে স্বামীর ঘরে যাওয়া নিরাপদ নয়, তখন সেটা হবে একটি উত্তম বৈধ প্রতিরক্ষামূলক চুক্তি। এ সময় দেখা যায়, স্ত্রীর পক্ষে স্বামীর নিষ্ঠুরতার কারণে ঘরে ফেরা সম্ভব নয়। এ রকম হলে স্বামী এই অধিকার থেকে বঞ্চিত হন। আবার স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন, এই যুক্তি সত্য হলে দাম্পত্য অধিকার উদ্ধারে আদালত ডিক্রি জারি করতে পারে। তবে স্বামী যদি সমাজচ্যুত কোনো কুখ্যাত সন্ত্রাসী বা মস্তান হন, সে ক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকারের মোকদ্দমা অচল হবে এবং স্ত্রী স্বামীর ঘরে ফিরতে বাধ্য নন।

            লেখক :  সুপ্রিম কোর্টের আইনজীবী।

সর্বশেষ খবর