শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

তুর্কি ও পারস্যের সংঘাত

তুর্কি-পারস্য সংঘর্ষের মূলে বিভিন্ন কারণ ছিল। প্রথমত, বিশাল অটমান সাম্রাজ্যের পার্শ্ববর্তী নব প্রতিষ্ঠিত শিয়া সাফাভি রাজবংশের অবস্থানে সুলতান বায়েজিদ বিচলিত হয়ে পড়েন। বিশেষ করে শাহ ইসমাঈলের রাজ্য সম্প্রসারণের নীতি ও উপর্যুপরি সামরিক সাফল্যে তুর্কি সুলতান শঙ্কিত হয়ে পড়েন। দ্বিতীয়ত, তুর্কি-পারস্য বিরোধের মূল কারণ ছিল সুন্নি-শিয়াদের মতপার্থক্য, বৈষম্য ও চিরাচরিত বিরোধ। সুন্নি তুর্কি সুলতান তার রাজ্যের শিয়াদের ওপর উত্পীড়ন শুরু করেন এবং তার রাজ্যে শিয়া মতবাদ প্রচার নিষিদ্ধ করে দেন। বহু শিয়া মতাবলম্বীকে ভূমধ্যসাগরীয় দ্বীপাঞ্চলে নির্বাসিত করা হয়। এর ফলে শিয়ারা পারস্যের শিয়া সুলতান শাহ ইসমাঈলের কাছে আশ্রয় ও সহানুভূতি লাভ করে। ইসমাঈলের পক্ষে শিয়া মতবাদের প্রচারও সুদূরপ্রসারী হয়। বহু তুর্কি বিশেষ করে কিজিলবাস গোত্রভুক্ত সদস্যরা শিয়া মতবাদ গ্রহণ করে ধর্মীয় ও সামরিক ক্ষেত্রে সাফাভি বংশের বিশেষ অবদান রাখেন। তৃতীয়ত, শাহ ইসমাঈলের শিয়া মতবাদের প্রচার তুর্কি সাম্রাজ্যের জন্য ছিল হুমকিস্বরূপ। তুর্কি সুলতান দ্বিতীয় বায়েজিদ শঙ্কিত হয়ে পড়েন এ মনে করে যে তাদের সুগঠিত ও সুশৃৃঙ্খল সামরিক জেনিসারি বাহিনী শিয়া মতবাদের  প্রভাবে ধ্বংস হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর