সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডাকসু নির্বাচন

অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাক

কায়েমি স্বার্থবাদীদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার অধিকার। পরাধীনতার আমলে এমনকি স্বাধীনতার পর জনগণের ওপর চেপে বসা সামরিক স্বৈরতন্ত্রের আমলেও নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন হতো। গণতান্ত্রিক আমলে সে ঐতিহ্যের ব্যত্যয় ঘটছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। এক সময় মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ সামরিকতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসনের নতুন সোপানে পা রাখলেও অদৃশ্য কারণে রুদ্ধ হয়ে যায় ছাত্রসংসদ নির্বাচন। নব্বইয়ের গণঅভ্যুত্থানে যে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রেখেছে তাদের অধিকার কেড়ে নেওয়া হয় গণতান্ত্রিক শাসনামলেই। ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় গণতন্ত্র চর্চায় প্রতিকূলতার আবহ সৃষ্টি হচ্ছে। ডাকসুসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রসংসদের নির্বাচন শিক্ষাঙ্গনে যেমন গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করত তেমন পরিশীলিত রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টিতে অবদান রাখত। ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় জাতীয় নেতৃত্বে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হচ্ছে। রাজনীতির প্রতি দায়বদ্ধ নেতৃত্বের বদলে আর্থিক পেশিশক্তির অধিকারীরা রাজনৈতিক অঙ্গনে উড়ে এসে জুড়ে বসার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র-শিক্ষকের পারস্পরিক সহযোগিতায় পরিচালিত হওয়ার কথা থাকলেও তা চলছে ছাত্রদের প্রতিনিধিত্ব ছাড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্ষমতা কাঠামোর সর্বোচ্চ স্তর সিনেট। আইন অনুযায়ী সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকার কথা থাকলেও সেখানে শূন্যতা বিরাজ করছে। ছাত্র সংগঠনগুলোতে ছাত্রত্ব চলে যাওয়া নেতারাও দায়বদ্ধতার অভাবে দখলদারিত্ব বজায় রাখতে সক্ষম হচ্ছেন।  পেশিশক্তির দাপটও অনুভূত হচ্ছে ছাত্ররাজনীতিতে। ছাত্রসমাজের গণতন্ত্র চর্চার সর্বোত্কৃষ্ট মাধ্যম ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।  বিস্তার হচ্ছে মাদকের থাবা। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হওয়ায় উগ্রবাদের ধারক-বাহকরাই লাভবান হচ্ছে।  বৃহত্তর জাতীয় স্বার্থেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন বাধ্যতামূলক করতে সরকারকেই এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর