বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি হামলায় জড়িত বাংলাদেশি

বিপথগামীদের প্রতি আমাদের ঘৃণা

নিউইয়র্কে বোমা হামলার দায়ে একজন বাংলাদেশি অভিবাসীর গ্রেফতারের ঘটনা জাতির জন্য সীমাহীন লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুনিয়াজুড়ে বাংলাদেশের পরিচিতি অসাম্প্রদায়িক দেশ হিসেবে। একাত্তরে সাম্প্রদায়িক শক্তির কবর রচনা করে স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটেছিল। সে দেশের একজন তরুণ বিজয়ের মাস ডিসেম্বরে নিউইয়র্কে আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে গ্রেফতার হবে এ শুধু অকল্পনীয় নয় চরম লজ্জার। মাত্র কদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্র করার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ গ্রেফতার হওয়ার পর নিউইয়র্কে আকায়েদ নামের এক বিভ্রান্ত যুবকের আত্মঘাতী জঙ্গি হামলায় সংশ্লিষ্ট থাকা দেশের ১৬ কোটি মানুষের জন্য গভীর লজ্জা ও পরিতাপের বিষয়। এ ঘটনা সব বাংলাদেশি অভিবাসীর সুনামের জন্য যেমন বিড়ম্বনা ডেকে এনেছে তেমন বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে অসাম্প্রদায়িক উদার চেতনার অনুসারী। জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান খুবই স্পষ্ট এবং এ ব্যাপারে তারা আপসহীন। বাংলাদেশের মানুষ ধার্মিক হলেও ধর্মান্ধতার বিরোধী। আইএস কিংবা আল-কায়েদার নামে যারা ইসলামের মানবতাবাদী উদার ভাবমূর্তিকে কলঙ্কিত করতে চায় বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে। যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে কিংবা যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে যে দুজন তরুণকে আটক করা হয়েছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত হলেও মননে মগজে বাংলাদেশি নয়। তাদের মন ও মনন বিজাতীয় চেতনার কাছে জিম্মি। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কাউকে আপন ভাবতে রাজি নয় এবং এ ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করা হবে এমনটিই দেখতে চায়। আমরা আশা করব দুই অপরাধীর অপকর্মকে তাদের ব্যক্তিগত বিষয় হিসেবে দেখা হবে এবং তাদের কারণে কোনো বাংলাদেশিকে প্রবাসে প্রশ্নবিদ্ধ করা হবে না। যেসব বিপথগামী অধিবাসী প্রবাসে জঙ্গিবাদে জড়িয়ে দেশ ও জাতির জন্য লজ্জা ও অপমান বয়ে আনছে, তাদের প্রতি আমরা আমাদের ঘৃণা।

সর্বশেষ খবর