শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভেষজ

ভেষজ

গাজর : গাজর অত্যন্ত আকর্ষণীয় উজ্জ্বল বর্ণের শীতকালীন সবজি। গাজর সালাদ বা সবজি উভয় কাজেই ব্যবহার হয়। এটি সামান্য মিষ্টি স্বাদের।

কার্যকর উপাদান : প্রতি ১০০ গ্রাম গাজরে আছে ০.৯ গ্রাম আমিষ, ১০.৬  গ্রাম শর্করা, ১.২ গ্রাম আঁশ, ০.২ গ্রাম চর্বি, ৪৮ কিলোক্যালরি শক্তি, ৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫৩০ মিলিগ্রাম ফসফরাস, ১.০৩ মিলিগ্রাম লৌহ, ৩ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ ও ১৮৯০ মাইক্রোগ্রাম ক্যারোটিন।

ঔষধি গুণ : গাজর ভিটামিন ‘এ’জনিত রাতকানা ও চোখের অন্যান্য সমস্যায় বেশ কার্যকর। তা ছাড়া গাজরে বিদ্যমান জৈবিক উপাদানসমূহ ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গাজর ত্বকের লাবণ্য বৃদ্ধি করে।

শালগম : শালগম একটি শীতকালীন সবজি। এটা এক প্রকার রূপান্তরিত মূল এবং মাটির নিচের অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

কার্যকর উপাদান : প্রতি ১০০ গ্রাম শালগমে আছে ০.৫ গ্রাম আমিষ, ৬.২ গ্রাম শর্করা, ০.৯ গ্রাম আঁশ, ০.২ গ্রাম চর্বি, ২৯ কিলোক্যালরি শক্তি, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৪০ মিলিগ্রাম ফসফরাস, ৪৩ মিলিগ্রাম ভিটামিন ‘সি’।

ঔষধি গুণ : শালগমের কার্যকর জৈবিক উপাদানসমূহ হজমশক্তি বৃদ্ধি, মূত্রজ্বালা, মূত্রকৃচ্ছতা দূর ও মূত্রবর্ধনে কাজ করে।

         

ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর