সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাহাড়ে সন্ত্রাসীদের দাপট

সমাজবিরোধীদের নিরস্ত করুন

তিন পার্বত্য জেলায় চলছে পাহাড়ি সশস্ত্র গ্রুপগুলোর বেপরোয়া চাঁদাবাজি। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে পার্বত্য জেলাগুলোর মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও প্রভাব বিস্তারের নোংরা খেলায় সবচেয়ে বেশি এগিয়ে পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতাকারী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এ দলটি পাহাড়িদের আওয়ামী লীগ করার ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। প্রাণভয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকেই দলত্যাগ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। শান্তিচুক্তিতে স্বাক্ষরদানকারী জনসংহতি সমিতির নেতা-কর্মীরাও প্রায়শই ইউপিডিএফের সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। সম্প্রতি ইউপিডিএফ থেকে বেরিয়ে এসে নেতা-কর্মীদের একাংশ গঠন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক নামের সংগঠন। নতুন এই সংগঠনটির পক্ষ থেকে পার্বত্যবাসীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে ইউপিডিএফ নেতাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস নিজ দলের নেতা-কর্মীদের খুন করাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে পার্বত্য শান্তি চুক্তিবিরোধী বিশেষ মহলের প্ররোচনায় ইউপিডিএফ জুম জনগণকে জিম্মি করে ফেলছে। এমনকি সংগঠনের নেতা-কর্মীরাও তাদের কাছে জিম্মি। কেউ দল ত্যাগ করতে চাইলেও সে সুযোগ দেওয়া হয় না। এ সংগঠনের ভয়ে তাদের ভিন্ন মতাবলম্বী অনেক নেতা-কর্মী দেশে-বিদেশে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে। যারা ইউপিডিএফ ত্যাগ করতে চায় তাদের বড় অঙ্কের অর্থের বিনিময়েই কেবল সে সুযোগ দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শুধু ইউপিডিএফ নয় আরও কিছু পাহাড়ি সংগঠন সশস্ত্র তৎপরতায় লিপ্ত। পাহাড়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পার্বত্য তিন জেলার শান্তিশৃঙ্খলা এবং উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং এর সুফল পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি সবার কাছে পৌঁছে দেওয়া বাধার মুখে পড়ছে। দেশের আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধান সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে পার্বত্য জেলায় সন্ত্রাসী তৎপরতায় জড়িত গ্রুপগুলোর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। পার্বত্য জেলাগুলো থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির ইতি ঘটাতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান পরিচালনার বিষয়টি ভাবা যেতে পারে।

সর্বশেষ খবর