মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইউলুপ নির্মাণ প্রকল্প

দূর হোক প্রতিবন্ধকতা

রাজধানীর যানজট নিরসনে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউলুপ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার গৃহীত প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম। ইউলুপ নির্মাণের জন্য যে জমি দরকার তা না পাওয়ায় দেখা দিয়েছে অচলাবস্থা। প্রয়াত মেয়রের অগ্রাধিকার তালিকায় থাকা ৪২টি প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন হবে কিনা, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঢাকার যানজট কমাতে হাতে নেওয়া ১১টি ইউলুপ নির্মাণ প্রকল্পের র‍্যাব-১ অফিস ও রাজলক্ষ্মী বাদে বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে। এ প্রকল্প আর এগোবে কিনা, তা নিয়েই এখন সন্দিহান এর উদ্যোক্তা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশন। দুই বছর আগে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১১টি ‘ইউটার্ন’ নির্মাণের উদ্যোগ নেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সাতরাস্তা, কোহিনূর কেমিক্যাল মোড়, মহাখালী বাস টার্মিনাল, মহাখালী ফ্লাইওভার, বনানী চেয়ারম্যানবাড়ী, বনানী কবরস্থান, বনানী ওভারপাস, শ্যাওড়া, কাওলা, উত্তরার র‍্যাব-১ অফিসের সামনের সড়ক ও জসীমউদ্দীন সড়কের সামনে এ ইউটার্নগুলো নির্মাণের পরিকল্পনা করা হয়। সিটি করপোরেশনের এ প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ অধিদফতরের ১ দশমিক ৩৬ একর, বাংলাদেশ রেলওয়ের দশমিক ২২ একর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের দশমিক শূন্য ৯ একর এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দশমিক শূন্য ৬ একর জমি ব্যবহারের প্রয়োজন। এ প্রকল্পের ব্যয়ের ২৪ কোটি ৮৩ লাখ টাকার মধ্যে ১৯ কোটি ৮৬ লাখ ৪০ হাজার সরকারের দেওয়ার কথা। বাকি ৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার উত্তর সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অসহযোগিতায় ঢাকাকে যানজটমুক্ত করার জনকল্যাণমুখী একটি প্রকল্প অনিশ্চিত হয়ে উঠেছে। নগরবিদদের মতে, সিটি করপোরেশনের প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার অসহযোগিতার মনোভাব দুর্ভাগ্যজনক। জমির মালিক অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে জমি কিনে প্রকল্প বাস্তবায়ন করতে হলে এর ব্যয় কয়েক শ কোটি টাকা বৃদ্ধি পাবে। যেখানে প্রকল্পটির সিংহভাগ অর্থায়ন করা হবে সরকারি তহবিল থেকে সেখানে উত্তর সিটির পক্ষ থেকে জমি কিনে প্রকল্প বাস্তবায়ন করতে হলে তা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। একমাত্র প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর